সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'শিরায় শিরায় রক্ত...', তাই তাঁরা দেবের ভক্ত। সুপারস্টারকে কাছে পেয়েই আবেগের বাঁধ ভাঙল। ভিড় ঠেলে দেবের 'খাদান' বাসের দুয়ারে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন তরুণী। এমন ভক্তদের জন্যই তো দেবের 'পরাণ যায় জ্বলিয়া।' ফ্যানকে কাছে টেনে নিলেন নায়ক। পরম স্নেহে তাঁকে খাওয়ালেন জল।
‘খাদান’ রিলিজের আগেই সুপারহিট! মুক্তির পরে যে দেবের এই ছবি হইচই ফেলে দেবে, তার ইঙ্গিত বেঙ্গল ট্যুরেই পাওয়া যাচ্ছে। এদিন হাওড়ায় গিয়েছিলেন দেব। তারকার 'খাদান' বাস দেখেই ভিড় জমান অনুরাগীরা। ভিড় ঠেলে দরজার সামনে এসে কাঁদতে থাকেন তরুণী। তাঁকে বাসের ভিতরে ডেকে নেন দেব। আলিঙ্গন করে ভক্তকে শান্ত করেন তারকা। তারপর হাতে তুলে দেন জলের বোতল।
প্রিয় তারকার এমন ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। একজন ভিডিওর কমেন্টবক্সে লেখেন, 'এটাই আমাদের দেবভক্তদের কাছে ইমোশন।' দেবের প্রতি ভালোবাসা ব্যক্ত করে 'লাভ ইউ' শব্দ দুটিও লেখেন তিনি। অনেকেই ভিডিওতে ভালোবাসার ইমোজি দেন।
শুক্রবার ফেসবুক লাইভে 'খাদান' টিমের বেঙ্গল ট্যুরের সাফল্যের কথা জানান দেব। তারকা বলেন, "বেঙ্গল ট্যুরের শুরুর সময় আমরা ভাবছিলাম, আমরা তো বের হচ্ছি, লোকে কি বের হবে? বাংলা ছবির দর্শক, যাঁরা সিনেমা হলে এসে ছবি দেখেন, তা খুবই লিমিটেড। আমি কয়েক বছর আগে মন্তব্য করেছিলাম, বাংলা ছবির দর্শক ও বাংলার দর্শক একেবারে আলাদা। বাংলা ছবির দর্শক, যাঁরা হলে এসে বাংলা ছবি দেখে, বাংলার দর্শক যাঁরা হলে এসে সমস্ত ছবি দেখে। 'পুষ্পা' দেখে, 'স্ত্রী ২' দেখে। আরও যে হিন্দি ছবি আসবে বা হলিউড ছবি আসবে সেটা দেখবে। লোকজনকে আমি কীভাবে আমার ছবিটা দেখাব, যাঁরা দেবকে দেব বানিয়েছে, আমিও সেই ছবিগুলো মিস করেছি। সঙ্গে যাঁরা আমার প্রধান দেখেছে, টনিক দেখেছে, তাঁদের কীভাবে বোঝাবো, এটাও আপনাদের ছবি। আমরা যেভাবে রেসপন্স পাচ্ছি, ভাবিনি এমনটা হবে। সবাইকে ধন্যবাদ।"