দক্ষিণী সুপারস্টারের সঙ্গে বলিউড অভিনেত্রীর অসমবয়সি প্রেমের গুঞ্জনে তোলপাড় সিনেদুনিয়া। কানাঘুষো, আগামী প্রেমদিবসেই নাকি নয় বছরের ছোট পাত্রীর সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ধনুষ। বিগত দেড় বছর ধরেই রজনীকান্তের প্রাক্তন জামাইয়ের সঙ্গে ওই বলিউড তন্বীর প্রেমের গুঞ্জন। যদিও তাঁরা শুধুমাত্রই একে-অপরের 'বন্ধু' বলে এযাবৎকাল বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন, তবে সিনেদুনিয়ার এসব খবর কি আর চাপা থাকে? এবার শোনা গেল, ফেব্রুয়ারি মাসেই তারকাজুটির চারহাত এক হতে চলেছে।
পাত্রীটি কে? কৌতূহল অস্বাভাবিক নয়! তিনি ম্রুণাল ঠাকুর। ধনুষের সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন এর আগে একাধিকবার শোনা গিয়েছে। এমনকী তাঁরা নাকি একে-অপরকে আজকাল চোখে হারাচ্ছেন, এমন খবরও চাউর হয়েছিল। যে জল্পনাযজ্ঞে আবার ঘৃতাহূতি করেন ম্রুণালের 'সন অফ সর্দার ২' নায়ক অজয় দেবগন। এবার খবর, সেই প্রেম জল্পনাকে সত্যি করেই আগামী ১৪ ফ্রেব্রিয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন ধনুষ-ম্রুণাল। শোনা যাচ্ছে, ভালোবাসার দিনে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই উভয় পক্ষের পরিবার ও বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে মালাবদল করবেন তারকাজুটি।
ধনুষ-ম্রুণালের অসমবয়সি প্রেম নিয়েও বেশ চর্চা হয়েছিল। প্রথমজনের বয়স ৪২। দ্বিতীয়জনের ৩৩। তবে বয়সের ফারাককে কাঁচকলা দেখিয়ে নাকি মাসখানেক ধরে একে-অপরে ডুবে রয়েছেন তাঁরা। মাঝেমধ্যেই ইতি-উতি জুটিকে দেখা যাচ্ছে! শোনা যায়, হায়দরাবাদের এক অনুষ্ঠান থেকেই ধনুষ-ম্রুণালের প্রেমের সূত্রপাত। পরবর্তীতে জল্পনা আরও জোরালো হয়, ধনুষ ও কৃতী শ্যাননের ‘তেরে ইশক মে’ সিনেমার ব়্যাপ পার্টিতে ম্রুণালকে দেখে। অন্যদিকে অভিনেত্রীর সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে মুম্বই ছুটে গিয়েছিলেন ধনুষও। ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ার নাইটে ম্রুণালের পাশেই দেখা গিয়েছিল ধনুষকে। দু’জনের ‘স্পটিফাই’তেও নাকি যুগ্ম প্লেলিস্ট। অর্থাৎ কানে কানে গানে গানে নিজেদের ছুঁয়ে থাকেন তাঁরা। এবার প্রেমদিবসে ছাঁদনাতলায় মধুরেণ সমাপয়েৎ!
উল্লেখ্য, রজনীকান্তকন্যা তথা তামিল পরিচালক ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হয়েছিল ধনুষের। কিন্তু ২০২২ সালেই ১৮ বছরের দাম্পত্যে দাঁড়ি টেনেছেন তাঁরা। ফলে বছরখানেক ধরেই মুক্ত বিহঙ্গ ধনুষ। যদিও দুই সন্তান রয়েছে ধনুষ-ঐশ্বর্যের। যৌথভাবে তাঁদের দায়িত্বও পালন করনে প্রাক্তন দক্ষিণী তারকাদম্পতি। এমনকী বিচ্ছেদের পরও প্রাক্তন শ্বশুরমশাই রজনীকান্তের সঙ্গে ধনুষের সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে ম্রুণাল বিয়েই করেননি। অতঃপর তাঁর ক্ষেত্রে এটা প্রথম দাম্পত্য ইনিংস। যদিও এহেন গুঞ্জনে বিনোদুনিয়া তোলপাড় হলেও এখনও 'স্পিকটি নট' ধনুষ-ম্রুণাল উভয়েই, তবে যাহা রটে তাহার কিছুটা হলেও তো বটে!
