shono
Advertisement
Dhurandhar Box Office

'ধুরন্ধর' ধামাকা, 'কেজিএফ ২'কে টেক্কা দিয়ে নয়া মাইলফলক রণবীরের ছবির

বক্স অফিসে ‘ধুরন্ধর’ সুনামি অব্যাহত।
Published By: Sayani SenPosted: 11:30 AM Jan 05, 2026Updated: 02:46 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটেছে কেরিয়ারের খরা। 'ধুরন্ধর' (Dhurandhar) জ্বরে এখনও কাঁপছেন অনুরাগীরা। একের পর এক রেকর্ড ভেঙে ক্রমশ মাইলফলক তৈরি করে চলেছে রণবীরের ছবি। এবার মুকুটে নয়া পালক। বিশ্বজুড়ে বক্স অফিসে (Box Office) আয়ের অঙ্ক ছুঁল ১২০৭ কোটির গণ্ডি। যা টেক্কা দিল 'কেজিএফ ২'কেও।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, পয়লা এবং দ্বিতীয় সপ্তাহে জাতীয়স্তরে যথাক্রমে ২১৮ কোটি এবং ২৬১.৫০ কোটি টাকা আয় করেছে ‘ধুরন্ধর’। যদিও তৃতীয় সপ্তাহে ব্যবসার গ্রাফ খানিক কমে। তবে আন্তর্জাতিক বক্স অফিসের হিসেবে ভর করে হাজার কোটির ক্লাবে ঢুকে পড়ে‘ধুরন্ধর’। ৩১ দিনে আয়ের অঙ্ক বেড়ে দাঁড়াল ১২০৭ কোটি। যা টেক্কা দিল 'কেজিএফ ২'কে। ওই ছবিটির বক্স অফিসে ১২০০ কোটি গণ্ডি ছুঁয়েছিল। এর আগে পঁচিশের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ভিকি কৌশলের ‘ছাবা’ এবং ‘সাইয়ারা’র রেকর্ডকেও দুরমুশ করে দিয়েছিল ‘ধুরন্ধর’। মোট আয়ের নিরিখে বলিউডের প্রথম ৫ ছবির তালিকায় জায়গা দখল 'ধুরন্ধর'-এর। এই তালিকার একেবারে শীর্ষে ২০৭০ কোটির 'দঙ্গল', দ্বিতীয় স্থানে 'বাহুবলী ২'। আয় করেছিল ১৭৮৮ কোটি। তৃতীয় স্থানে রয়েছে ১৭৪২ কোটির 'পুষ্পা ২'। চতুর্থ স্থানে ১২৩০ কোটির 'আরআরআর'। আর ঠিক তারপরেই রণবীরের 'ধুরন্ধর'। 

যদিও আয়ের নিরিখে এখনও এগিয়ে এসএস রাজামৌলির 'আরআরআর'। কারণ, ওই ছবিটির ঝুলিতে রয়েছে ১২৩০ কোটির রেকর্ড। দক্ষিণী সিনেমার রমরমার বাজারে বলিউডের জন্য যে এটা নিঃসন্দেহে নতুন মাইলস্টোন, তা বলাই বাহুল্য। পাশাপাশি রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের মোড় ঘোরাতেও তুরুপের তাস হিসেবে কাজ করল কাজ করল আদিত্য ধর পরিচালিত সিনেমা।

বছরখানেক ধরেই রণবীর সিংয়ের বক্স অফিসে যে ভাঁটা ছিল, তা বললে অত্যুক্তি হয় না! তারকাখচিত সিনেমা হোক কিংবা সমৃদ্ধ কন্টেন্ট, কোনও অস্ত্র দিয়েই ব্লকবাস্টারের লক্ষ্যভেদ করতে পারেননি অভিনেতা! এযাবৎকাল তাঁর বক্স অফিসের মন্দা বাজার নিয়েও কম সমালোচিত হতে হয়নি ‘খিলজি’কে। তবে এবার ‘ধুরন্ধর’-এর হাত ধরেই দাপুটে প্রত্যাবর্তন রণবীর সিংয়ের। আইনি জটিলতা, বিতর্ক সঙ্গী করে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছিল ‘ধুরন্ধর’। গত কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে ‘ধুরন্ধর’ সুনামি অব্যাহত। আগামী দিনে 'ধুরন্ধর'-এর বিজয়রথ কোন পথে দৌড়য়, সেদিকে নজর সিনে বিশেষজ্ঞ থেকে অনুরাগী সকলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একের পর এক রেকর্ড ভেঙে ক্রমশ মাইলফলক তৈরি করে চলেছে রণবীরের ছবি।
  • এবার মুকুটে নয়া পালক।
  • বিশ্বজুড়ে বক্স অফিসে আয়ের অঙ্ক ছুঁল ১২০৭ কোটির গণ্ডি। যা টেক্কা দিল 'কেজিএফ ২'কেও।
Advertisement