shono
Advertisement
Soumitrisha-Paroma

নাম নিয়ে সৌমিতৃষাকে খোঁচা পরমার, 'বয়স্ক মানুষ, জানেন না, শেখার তো শেষ নেই', পালটা অভিনেত্রীর

পরমার প্রশ্ন এই নামের অর্থ কী?
Published By: Arani BhattacharyaPosted: 10:31 PM Jan 06, 2026Updated: 10:31 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে নামে কী এসে যায়? কিন্তু নামেই যে সব কিছু তা যেন নতুন করে বোঝালেন সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়। গায়িকার সোশাল মিডিয়ায় চোখ রাখলে মিলছে তারই ইঙ্গিত। আচমকাই তিনি নাম নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রীর। একজন সৌমিতৃষা কুণ্ডু অন্যজন তনিষ্কা তিওয়ারি। পরমার প্রশ্ন এই নামের অর্থ কী?

Advertisement

ফলাও সেই পোস্টে পরমা লেখেন, 'আচ্ছা,ভারতীয়দের ভালো নামের অর্থ হয় বলে শুনেছি, সেদিন একটা নাম শুনলাম, সৌমিতৃষা। আরেকটাও শুনলাম, তনিষ্কা। এটা বেশ জনপ্রিয় গত কয়েক বছর। আচ্ছা সৌমিতৃষা মানে কি? আজকাল এইরকম শক্ত নামের খুব ট্রেন্ড।' [পরমার সেই পোস্টে উপচে পড়েছে কমেন্ট। তাঁর সুরে সুর মিলিয়ে অনেকেই এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কেউ আবার বুঝিয়ে বলেছেন এই দুই নামের অর্থ। কিন্তু যাঁদের নাম নিয়ে এই চর্চা তাঁরা কী বলছেন? জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষাকে এই নিয়ে সংবাদ প্রতিদিনের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "হ্যাঁ, আমার কানে এই খবর এসেছে। কোনও কিছুর অর্থ আমি জানি না তাই তার কোনও অর্থ নেই তা তো নয়। বাঙালিরা এমন অনেক শব্দ ব্যবহার করেন যা সংস্কৃত শব্দ থেকে নেওয়া। আসনে পৃথিবীটা অনেক বড়, জানার পরিধিতাও অনেক বেশি। একজন বয়স্ক মানুষ তাঁর বয়সে এসে কিছু একটা জানেন না মানেই যে তিনি পরবর্তীতে আর কিছু জানবেন না তা তো নয়। শেখার শেষ নেই। শেখার বয়স হয় না। আর আমার মনে হয় এগুলো ছাড়াও আর ভাবার অনেক বিষয় আছে। এগুলো খুবই তুচ্ছ বিষয়।"

বলে রাখা ভালো এর আগে হইচইতে মিমি চক্রবর্তীর 'ডাইনি' সিরিজ দেখে সমালোচনা করে কড়াক্ষের মুখে পড়েছিলেন পরমা। মিমির সিরিজটিকে যাত্রার সঙ্গে তুলনা করে নিজেই সমলোচিত হয়েছিলেন গায়িকা। তাঁর ওই মন্তব্যে পালটা দিয়েছিলেন কাকলি চৌধুরী। তবে সেসবের পরেও নিজের মতামত তুলে ধরতে পিছপা নন পরমা। যদিও এই নিয়ে তাঁর আর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথায় বলে নামে কী এসে যায়? কিন্তু নামেই যে সব কিছু তা যেন নতুন করে বোঝালেন সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়।
  • গায়িকার সোশাল মিডিয়ায় চোখ রাখলে মিলছে তারই ইঙ্গিত।
  • আচমকাই তিনি নাম নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রীর।
Advertisement