shono
Advertisement
Vilasrao Deshmukh-Riteish Deshmukh

'মুছে যাবে বিলাসরাওয়ের নাম', বিজেপির হুঁশিয়ারির পালটা জবাব ছেলে রীতেশ দেশমুখের

জবাবে কী বললেন রীতেশ?
Published By: Arani BhattacharyaPosted: 08:32 PM Jan 06, 2026Updated: 10:44 AM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক বিলাসরাও দেশমুখ। দু'বারের মুখ্যমন্ত্রী তিনি। সম্প্রতি তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্যে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন বিজেপির প্রেসিডেন্ট রবীন্দ্র চাভান। সোমবার লাতুরে একটি রাজনৈতিক সভায় তিনি বলেন, 'এই শহর থেকে চিরতরে মুছে যাবে বিলাসরাও দেশমুখের নাম। তাঁর ঐতিহ্য বয়ে না নিয়ে গিয়ে 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দে মাতরম'র মতো স্লোগান তুলুন। এই স্লোগানেই মুছবে বিলাসরাওয়ের নাম।' রবীন্দ্র চাভানের এই মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন তাঁর পুত্র তথা বলিউডের জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখ। প্রয়াত বাবা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের এহেন অপমানে তিনি রীতিমতো সপাটে উত্তর দিয়েছেন রীতেশ। কী বললেন তিনি?

Advertisement

সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রীতেশ। হাত জোড় করে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি করজোড়ে সকলের কাছে একটাই কথা বলতে চাই যারা শুধুমাত্র মানুষের জন্য বাঁচেন, মানুষের জীবনকে সমৃদ্ধ করার কথা ভাবেন ও কাজ করেন তাঁদের নাম সকলের মনে লেখা থাকে। আর যাঁদের নাম সকলের মনে লেখা থাকে তা কখনও মুছে ফেলা যায় না। মনে রাখবেন একমাত্র কাগজে কোনও কিছু লেখা থাকলে তা মুছে ফেলা যায়।'

মহারাষ্ট্রের মানুষের মনে বিলাসরাওয়ের উপস্থিতিকে মুছে ফেলার ডাক দিয়ে তাঁর অভিনেতা-পুত্রের কাছেই সমালোচিত হন রবীন্দ্র। উল্লেখ্য, বাবা বিলাসরাও দেশমুখ ও রীতেশের কেরিয়ার সম্পূর্ণ আলাদা। বাবার মতো রাজনীতির আঙিনায় তিনি কখনও হাঁটেননি। বলিউডে নিজের অভিনয়ের জোরে নিজেকে প্রমাণ করেছেন। কখনও কোনও বিতর্কেও রীতেশের নাম উঠে আসেনি। কিন্তু এবার বাবার অপমান সহ্য করতে না পেরে মুখ খুললেন অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার লাতুরে একটি রাজনৈতিক সভায় তিনি বলেন, 'এই শহর থেকে চিরতরে মুছে যাবে বিলাসরাও দেশমুখের নাম।
  • তাঁর ঐতিহ্য বয়ে না নিয়ে গিয়ে 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দে মাতরম'র মতো স্লোগান তুলুন।
  • প্রয়াত বাবা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের এহেন অপমানে তিনি রীতিমতো সপাটে উত্তর দিয়েছেন রীতেশ।
Advertisement