shono
Advertisement
Kartik Aaryan-Karina Kubiliute

নাবালিকার সঙ্গে প্রেম! বিতর্কে বিদ্ধ কার্তিক আরিয়ান, ছবি ভাইরাল হতেই মুখ খুলল সতেরোর তরুণী

অনন্যা পাণ্ডে থেকে শ্রীলীলার সঙ্গে নাম জড়িয়েছে কার্তিকের।
Published By: Arani BhattacharyaPosted: 09:41 PM Jan 06, 2026Updated: 01:32 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিনসেল টাউনে 'রুহ বাবা' অর্থাৎ কার্তিক আরিয়ানের প্রেমচর্চা বারবার উঠে এসেছে শিরোনামে। অনন্যা পাণ্ডে থেকে শ্রীলীলার সঙ্গে নাম জড়িয়েছে কার্তিকের। তবে সেসব হলেও এবার একেবারে যেন সরাসরি হাতেনাতে ধরেছেন তাঁকে নেটিজেনরা। হাতে গরম খবর হিসেবেই নেটভুবন দেখছে কার্তিকের নতুন প্রেমচর্যাকে। কোন রহস্যময়ীর সঙ্গে প্রেম করছেন কার্তিক তা নিয়ে জোর জল্পনা চলছিলই। তবে তরুণী করিনার বয়স প্রকাশ্যে আসতেই তা বিতর্কে পরিণত হয়। সতেরোর নাবালিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে কার্তিককে রীতিমতো সমালোচনায় বিদ্ধ করে নেটিজেনরা। বিতর্ক আর জল্পনা মাত্রা ছাড়াতেই মুখ খুলল করিনা।

Advertisement

বলে রাখা ভালো, গোয়ার সৈকতে রিল্যাক্স মুডে বসে একটি ছবি শেয়ার করেছিলেন কার্তিক আরিয়ান। অভিনেতার ফ্রেমে দেখা যায়, ধু-ধু করা বালুচরের মাঝে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই নেটপাড়ায় ফাঁস হয় এক রহস্যময়ীর ছবি। আর সেখানেই নাকি কার্তিকের ছবির সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়েছেন নেটবাসিন্দারা। তোয়ালের রং থেকে চেয়ারের প্যাটার্ন, সবটাই হুবহু মিলে গিয়েছে। অতঃপর দুটো ফ্রেম মিলিয়ে দুয়ে দুয়ে চার করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা। কিন্তু এই আলোচনা মাত্রা ছাড়াতেই মুখ খুললেন কার্তিকের চর্চিত প্রেমিকা করিনা কুবিলিওতে। এই আলোচনায় জল ঢেলে করিনা সাফ বলে, 'আমি কার্তিকের গার্লফ্রেন্ড নই।' তরুণীর এই বক্তব্য রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছে নেটপাড়ার এবং মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়েছে।

বলে রাখা ভালো গ্রিসের বাসিন্দা করিনাকে বহু আগে থেকেই সোশাল মিডিয়ায় অনুসরণ করতেন কার্তিক। এদিন দু'জনকে নিয়ে প্রেমের জোর জল্পনা শুরু হতেই একটিও বাক্য ব্যয় করেননি কার্তিক। বিতর্ক এড়াতে ইনস্টাগ্রাম থেকে করিনাকে চুপচাপ আনফলো করেছেন তিনি। সেই বিষয়ও একেবারেই নজর এড়ায়নি নেটপাড়ায়। শোনা যাচ্ছে, করিনা কুবিলিওতে বর্তমানে পড়াশোনা করছে মার্কিন মুলুকে। ছুটি কাটাতে গিয়েছিল গোয়ায়। আর তারপর থেকেই বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু। কার্তিকের থেকে করিনার বয়সের বেশ পার্থক্য। সঠিক ভাবে জানা না গেলেও কেউ বলছেন তিনি সাবালিকা, সবে নাকি অষ্টাদশী হয়েছে। তবে কেউ কেউ বলছেন করিনা এখনও নাবালিকা। তার বয়স নাকি সতেরো বছর। তবে বয়স নিয়ে মতান্তর থাকলেও প্রেমের গুঞ্জনের দৌলতে তরুণী যে এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল সে নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ কেউ তো আবার তাকে নতুন প্রেমের জন্য শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তবে সেসব হলেও এবার একেবারে যেন সরাসরি হাতেনাতে ধরেছেন তাঁকে নেটিজেনরা।
  • হাতে গরম খবর হিসেবেই নেটভুবন দেখছে কার্তিকের নতুন প্রেমচর্যাকে।
  • কোন রহস্যময়ীর সঙ্গে প্রেম করছেন কার্তিক তা নিয়ে জোর জল্পনা চলছিলই।
Advertisement