shono
Advertisement
Salman Khan

রণবীর নয়, রামের চরিত্রে অনেক আগেই অভিনয় করার কথা ছিল সলমনের, কী হল তারপর?

সীতার চরিত্রে অভিনয় করার কথা ছিল সোনালি বেন্দ্রের।
Published By: Arani BhattacharyaPosted: 05:19 PM Jul 20, 2025Updated: 05:19 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতেশ তিওয়ারির পরিচালনায় 'রামায়ণ' ছবি মুক্তি পাওয়ার আগেই দর্শকমহলে এক আলাদা উন্মাদনা তৈরি হয়ছে। রাম রূপে রণবীর কাপুরকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। কিন্তু জানেন কি রণবীরের অনেক আগে রামের চরিত্রে অভিনয় করার কথা হিল সলমন খানের?

Advertisement

১৯৯০ সালের আশেপাশের ঘটনা। ভাই সোহেল খানের পরিচালনায় সেই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সলমন খানের। অন্যদিকে সীতার চরিত্রে অভিনয় করার কথা ছিল সোনালি বেন্দ্রের। শুধু তাই নয় এই ছবিতে অভিনয় করার কথা ছিল পূজা ভাটেরও। উল্লেখ্য, এই ছবির শুটিংয়ের হাত ধরেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পূজা ও সোহেল। পরে বাবা সেলিম খানের অপছন্দে সেই সম্পর্কে ইতি টানেন সোহেল। আর এর জেরেই নাকি ব্যহত হয়েছিল এই 'রামায়ণ' ছবির কাজ। রামের বেশে সলমনকে দেখার এক অপেক্ষা দর্শকের মধ্যে জাগলেও তা অপেক্ষাই রয়ে গিয়েছে।

শুধু তাই নয় ছবির অধিকাংশ শুটিংও নাকি হয়ে গিয়েছিল। এমনকি রামের বেশে সলমন এই ছবির প্রচারও শুরু করে দিয়েছিলেন। অন্য কোনও জটিলতা না থাকা সত্বেও শুধুমাত্র পূজা ভাট ও সোহেল খানের সম্পর্কের টানাপোড়েনের জেরে অসম্পূর্ণ থেকে যায় এই ছবির কাজ। অন্যদিকে ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল অভিনীত ‘রামায়ণ’। কারণ ছবির অবিশ্বাস্য, আকাশছোঁয়া বাজেট। সব কিছু ঠিক চললে আগামী বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলা ‘রামায়ণ’-এর বাজেট হতে চলেছে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। সুতরাং, সে দিক থেকে দেখতে গেলে রণবীর কাপুরের ‘রামায়ণ’ই হতে চলেছে ভারতীয় সিনেমার মহার্ঘতম ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাম রূপে রণবীর কাপুরকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক।
  • কিন্তু জানেন কি রণবীরের অনেক আগে রামের চরিত্রে অভিনয় করার কথা হিল সলমন খানের?
  • ভাই সোহেল খানের পরিচালনায় সেই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সলমন খানের।
Advertisement