shono
Advertisement
Vikram Bhatt

জামিন খারিজ, ৩০ কোটির জালিয়াতিতে বিক্রম ভাটের ১৪ দিনের সস্ত্রীক জেল হেফাজত

৭ ডিসেম্বর মুম্বইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার হন বিক্রম ভাট।
Published By: Arani BhattacharyaPosted: 02:56 PM Dec 17, 2025Updated: 03:22 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বিক্রম ভাটের জেল হেফাজত। আর্থিক জালিয়াতি মামলায় কাঠগড়ায় বলিউড পরিচালক। বুধবার তাঁকে সস্ত্রীক চোদ্দো দিনের জেল হেফাজতে পাঠাল রাজস্থানের একটি আদালত। 

Advertisement

ছবি বানানোর নামে চিকিৎসকের থেকে ৩০কোটি টাকা নিয়েছিলেন পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শ্বেতাম্বরীও। জামিন খারিজ করল আদালত। চলতি মাসে রাজস্থানের উদয়পুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন সস্ত্রীক পরিচালক বিক্রম ভাট। এরপর তাঁরা অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা শেষ অবধি মঞ্জুর হল না। তাঁদের উদয়পুরের সেন্ট্রাল জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চোদ্দো দিনের জেল হেফাজতে তাঁদের রাখার নির্দেশ দিয়েছে আদালত। ৭ ডিসেম্বর মুম্বইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে গ্রেপ্তারির আগে দাবি করেছিলেন পরিচালক।

বলে রাখা ভালো, মুম্বইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ অজয় মুরদিয়ার তাঁর প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার ইচ্ছাপ্রকাশ করেন। গত বছরের ২৫ এপ্রিল মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে দেখা হয় পরিচালক বিক্রম ভাট-সহ তাঁর গোটা টিমের সঙ্গে বৈঠক হয় চিকিৎসকের। ওই বৈঠকে ছিলেন পরিচালকের স্ত্রী শ্বেতাম্বরী ভাট। তাঁর দাবি, ৩০ কোটি টাকা বিনিয়োগ করে ২০০ কোটি টাকা ফেরত পাবেন বলেই জানিয়েছিলেন পরিচালক। একটি পয়সাও ফেরত পাননি চিকিৎসক। তারপরই তিনি আইনের দ্বারস্থ হন 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩০ কোটি টাকার জালিয়াতি মামলায় বিপাকে পরিচালক বিক্রম ভাট।
  • কিন্তু তা শেষ অবধি মঞ্জুর হল না।
  • তাঁদের উদয়পুরের কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement