shono
Advertisement
Ditipriya Roy

'সহ্য করলে মানুষ সীমা ছাড়িয়ে যায়', নাম না করে জীতুর বিরুদ্ধে বিস্ফোরক দিতিপ্রিয়া

কী বললেন জীতু কমল?
Published By: Tiyasha SarkarPosted: 09:58 AM Aug 05, 2025Updated: 09:58 AM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপু-আর্যর বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়ে বিগত কয়েকদিন ধরেই নেটভুবনে বিস্তর চর্চা। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নাম না করলেও সোশাল মিডিয়া পোস্টে নিশানা করলেন সহ অভিনেতা জীতু কমলকে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিতিপ্রিয়া।

Advertisement

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের অসমবয়সি প্রেমের গল্প ইতিমধ্যেই মন ছুঁয়েছে টেলিদর্শকদের। আর সেই সিরিয়ালের প্রচারের স্বার্থেই সম্প্রতি নেপথ্য দৃশ্যের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন জীতু কমল। তার সঙ্গে বিবরণীতে মন ছুঁয়ে যাওয়া কিছু বার্তাও ছিল। যদিও সবটাই রসিকতা এবং সিরিয়ালের প্রচারের জন্যই করেছিলেন অভিনেতা। তা নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করা শুরু করে নেটিজেনরা। তখনই ময়দানে নেমেছিলেন জীতু। ছবিটি মুছে ফেলার পাশাপাশি তিনি জানিয়েছিলেন, অপু অর্থাৎ দিতিপ্রিয়া গোটা ঘটনায় বেজায় বিরক্ত। সোমবার রাতে এ বিষয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করলেন অভিনেত্রী। তাঁর দাবি, এবিষয়ে সরাসরি সহ-অভিনেতার সঙ্গে কথাই হয়নি তাঁর। তিনি লেখেন, "আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম, কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়।"

এরপরই নাম না করে জীতুর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন দিতিপ্রিয়া। তিনি লেখেন, বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর কথা বলেছেন সহ অভিনেতা। কোনও ইভেন্টে যাবেন না জানানোও তাঁকে প্রশ্ন করা হয়, "তুমি কি প্রেগন্যা ন্ট?" গভীর রাতে AI দিতে তৈরি চুম্বনের ছবি পাঠিয়ে তা প্রেমিককে দেখানোর পরামর্শও দেওয়া হয় বলে অভিযোগ। প্রথমদিকে বিষয়টা মজা ভাবলেও একটা সময়ে অস্বস্তিবোধ করতে শুরু করেন দিতিপ্রিয়া। এদিনের পোস্টেই দিতিপ্রিয়া লিখেছেন, তিনি এবিষয়ে মুখ খুলতে চাননি। তবে সহ্য করায় সমস্যা বাড়ছে, তাই বাধ্য হয়েই সোশাল মিডিয়ায় পোস্টের সিদ্ধান্ত। যদিও এবিষয়ে এখনও জীতুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপু-আর্যর বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়ে বিগত কয়েকদিন ধরেই নেটভুবনে বিস্তর চর্চা। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
  • নাম না করলেও সোশাল মিডিয়া পোস্টে নিশানা করলেন সহ অভিনেতা জীতু কমলকে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিতিপ্রিয়া।
Advertisement