shono
Advertisement
Tabu

'আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়', 'হ্যাপি' থাকার সিক্রেট জানালেন 'সিঙ্গল' তাব্বু

মনের মতো প্রেমিক না পেলেও কিন্তু তাব্বুর কোনও আক্ষেপ নেই! ঠিক কী বলেছেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 05:42 PM Jan 20, 2026Updated: 05:42 PM Jan 20, 2026

পর্দায় তাঁর উপস্থিতি মানেই 'চিনি কম' ঝাঁঝ বেশি! উলটো দিকে যত তাবড় অভিনেতাই হোন না কেন, ব্যক্তিত্ব-আবেদনে লাইমলাইট কাড়তে তাব্বুর জুড়ি মেলা ভার। বয়স যে সংখ্যামাত্র, একথা অক্ষরে অক্ষরে তাঁর ক্ষেত্রে প্রযোজ্য। পঞ্চাশ পেরিয়েও বর্তমান প্রজন্মের যে কোনও নায়িকাকে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন তবসুম ফতিমা হাসমি ওরফে তাব্বু। যে নায়িকার ব্যক্তিত্ব, সৌন্দর্যে একসময়ে কুপোকাত হতেন সিনেপাড়ার তাবড় প্রযোজক-পরিচালকরা, সেই তাব্বুই কিনা বলিউডের আড়াই দশকের সফরে কোনও মনের মানুষের পেলেন না? অনুরাগীমহলে সবসময়েই এমন কৌতূহল দেখা দেয়।

Advertisement

তবে মনের মতো প্রেমিক না পেলেও কিন্তু তাব্বুর কোনও আক্ষেপ নেই। সম্প্রতি অভিনেত্রীর এক মন্তব্য ভাইরাল হয়েছে নেটভুবনে। তাব্বু নাকি বলেছেন যে, "আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিচ্ছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না। এই সিঙ্গল লাইফই চুটিয়ে উপভোগ করছি।" এহেন মন্তব্য ভাইরাল হওয়ার পরই প্রশ্নের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। যৌনচাহিদা নিয়ে এমন খুল্লমখুল্লা মন্তব্য? তাব্বুর নামে একেবারে ছিছিক্কার পড়ে গিয়েছে। এবার প্রশ্ন, অভিনেত্রী কি আদৌ সেকথা বলতে চেয়েছিলেন নাকি নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে নেটভুবনে অপভ্রংশের শিকার হয়েছেন তাব্বু?

দিন কয়েক ধরেই এমন ধন্দ জারি নেটপাড়ায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, যে সাক্ষাৎকারের মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে আদৌ তেমন কিছু বলেননি তাব্বু। অভিনেত্রী শুধু বলেছিলেন, তিনি চুটিয়ে ব্যাচেলরহুড উপভোগ করছেন। তাই জীবনে কোনও পুরুষের দরকার আপাতত নেই তাঁর। আর মন্তব্যই ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে তিল থেকে তাল হয়ে নেটপাড়়ায় বিতর্কের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement