shono
Advertisement

Breaking News

ASHA Worker Protest

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভে কলকাতা পুরসভার সামনে ধুন্ধুমার! 'স্তব্ধ' ধর্মতলা চত্বর

Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ অঙ্গনওয়ারিকর্মীদের। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি ও অঙ্গনওয়ারিতে আর্থিক বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। পুলিশ মিছিল আটকাতেই ধস্তাধস্তি বাধে আশাকর্মীদের সঙ্গে ।
Published By: Subhankar PatraPosted: 02:48 PM Jan 20, 2026Updated: 06:21 PM Jan 20, 2026

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) সামনে বিক্ষোভ অঙ্গনওয়ারি কর্মীদের (Anganwadi Worker Protest)। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি ও অঙ্গনওয়ারিতে আর্থিক বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। পুলিশ মিছিল আটকাতেই ধস্তাধস্তি বাঁধে আশাকর্মীদের সঙ্গে। মিছিল আটকাতে দ্বিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে। যা ফলে কার্যত 'স্তব্ধ' ধর্মতলা চত্বর।

Advertisement

আজ, মঙ্গলবার একাধিক দাবি নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের কর্মসূচি নেয় অঙ্গনওয়ারি কর্মীদের সংগঠন। সরকারি কর্মীদের সমতুল্য সুবিধা, বেতন বৃদ্ধি, অঙ্গনওয়ারির খাতে বরাদ্দ বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে ফের রাজপথে নেমেছেন তাঁরা। কিন্তু তাঁদের মিছিল নিউ মার্কেট থানার সামনে আসতেই তা আটকে দেয় পুলিশ। সেখানেই  বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এসএন ব্যানার্জী রোড। তাতেই দীর্ঘ যানজট তৈরি হয়েছে ধর্মতলা এলাকায়।

প্রতিবাদ মিছিলের পাশাপাশি লোকভবনে (রাজভবন) তাঁদের ডেপুটেশন কর্মসূচি রয়েছে। পাশাপাশি বিকাশভবনেও যাওয়ার কথা ছিল। আশাকর্মীদের দাবি, তারা যে কোনও উপায়ে নিজেদের কর্মসূচি শেষ করবেই। পুলিশ জানিয়েছে, তাঁদের মিছিল কলকাতা পুরসভার সামনে এসএন ব্যানার্জী রোডেই শেষ করতে হবে। এই বিক্ষোভ মিছিল ও ব্যারিকেডের ফলে শিয়ালদহ থেকে ধর্মতলামুখী যান চলাচল বন্ধ। ধর্মতলা থেকে হাওড়ামুখী যানচলাচলও ব্যাহত। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, এর আগেও বৃদ্ধি-সহ একাধিক দাবিতে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন আশাকর্মীরা। সেই সময়ও অভিযান শুরু হতেই মিছিল আটকে দেয় পুলিশ। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আশাকর্মীরা। ব্যারিকেড টপকে তাঁরা পৌঁছে যান স্বাস্থ্যভবনের গেটের সামনে! যা নিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের আকার নিয়েছিল। এবার স্বাস্থ্যভবনের পর পুরসভা। প্রায় একই চিত্র দেখল রাজপথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement