shono
Advertisement
Squid Game

যৌন হেনস্তায় দোষী সাব্যস্ত 'স্কুইড গেম' খ্যাত অভিনেতা, কারাদণ্ডের নির্দেশ আদালতের

সব অভিযোগ অস্বীকার করেছিলেন ওই অভিনেতা।
Published By: Manasi NathPosted: 12:01 AM Apr 05, 2025Updated: 12:01 AM Apr 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাউথ কোরিয়ার অভিনেতা ও ইয়াং সু তাঁর 'ওহ ইল নাম (প্লেয়ার ০০১)', 'স্কুইড গেম' সিরিজে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছেন। যৌন হেনস্তার মামলায় এই ৮০ বছর বয়সি অভিনেতা দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। সূত্র মারফত জানা গিয়েছে সুওন জেলা আদালতের সিওংনাম শাখা তাঁকে সাজা শুনিয়েছে।

Advertisement

২০২২ সালে এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মহিলা। তারই পরিপ্রেক্ষিতে এই সাজা ঘোষণা করেছে আদালত। জানা গিয়েছে, ২০১৭ সালের একটি ঘটনার ভিত্তিতে ওই মহিলা অভিযোগ দায়ের করেন ২০২২ সালে। পরে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন ওই অভিনেতা। কিন্তু আদালতে সেই মামলা চলতে থাকে। অভিনেতা নিজেকে বরাবর নির্দোষ দাবি করেছেন।

২০২৪-এ আদালত থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, অভিযোগকারিণীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। কারণ তিনি বিষয়টা নিয়ে বেশি শোরগোল করতে চান না। অবশেষে আদালত এই মামলায় রায় ঘোষণা করে অভিনেতাকে দোষী সাব্যস্ত করেছে। প্রসঙ্গত, অভিনেতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করে চলেছেন অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাউথ কোরিয়ার অভিনেতা ও ইয়াং সু তাঁর 'ওহ ইল নাম( প্লেয়ার ০০১)', 'স্কুইড গেম' সিরিজে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছেন।
  • যৌন হেনস্থার অভিযোগে এই ৮০ বছর বয়সি অভিনেতা দোষী সাব্যস্ত হয়েছেন এই অভিনেতা।
  • আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
Advertisement