স্ত্রী রিধিমার জন্মদিনে আদুরে পোস্ট সব্যসাচীপুত্র তথা অভিনেতা গৌরব চক্রবর্তীর। সোশাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা। লিখলেন, "ও যা কিছু স্পর্শ করে তাই ভরে ওঠে ভালোবাসায়, হয়ে ওঠে বিশেষ।"
ছেলের সঙ্গে গৌরব ও রিধিমা।
গৌরব চক্রবর্তী ও রিধিমা ঘোষ। টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ দু'জনই। নিজেদের গুণে বারবার দর্শকের মন জিতে নিয়েছেন তাঁরা। কাজের সূত্র ধরেই কাছাকাছি আসা গৌরব-রিধিমার। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে ঘনিষ্ঠতা। ২০১৭ সালের নভেম্বরে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। ২০২৩ সালে ভ্রমণ পিপাসু এই দম্পতির কোল আলো করে আসে পুত্রসন্তান ধীর। ছেলে, কাজ আর বেড়াতে যাওয়া, এই নিয়েই মেতে রয়েছেন এই তারকা জুটি।
রবিবার রিধিমার জন্মদিনে সোশাল মিডিয়ায় আদুরে পোস্ট করেন গৌরব। লেখেন, 'যে আমাকে গভীরভাবে চেনে, নীরবে আমার পাশে থাকে। একসাথে বেড়ে ওঠা, প্রতিদিন একসঙ্গে কাটানো, ওর মতো কারও সঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার অনুভূতি অবিশ্বাস্যরকম। ওর স্পর্শ সবকিছু ভালোবাসায় ভরিয়ে দেয়, বিশেষ করে আমাদের ছোট্ট পৃথিবী। শুভ জন্মদিন রিধিমা সবসময় কৃতজ্ঞ থাকব।'
প্রসঙ্গত, এই মুহূর্তে গৌরব-রিধিমা উভয়েই ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত। 'নিকষ ছায়া' নামে একটি সিরিজের দ্বিতীয় পর্বে দেখা যাবে গৌরবকে। রিধিমা অভিনয় করছেন 'কুহেলি'তে।
