shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

রাজার রাজা! দুবাইয়ের শোয়ে সবার নজর কাড়লেন শাহরুখ খান, ভাইরাল লুক

চর্চায় 'বাদশা'র 'মডার্ন ড্যান্ডি' লুক।
Published By: Biswadip DeyPosted: 04:00 PM Jan 18, 2026Updated: 05:15 PM Jan 18, 2026

তিনি এলেন, দেখলেন, জয় করলেন। বরাবরের মতো। দুবাইয়ের জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে স্বমহিমায় দেখা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। গত তিন দশকে তাঁর স্টাইলিশ লুক অনুরাগীদের মন জিতে নিয়েছে বারবার। সময় বদলেছে। বদলে গিয়েছে আমূল দুনিয়াটাই। কিন্তু যেটুকু একই আছে, তার অন্যতম শাহরুখ খানের 'চার্ম'। ষাট ছুঁয়েও তাঁর ব্যক্তিত্বের জৌলুসে মুগ্ধ সকলে। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

Advertisement

শনিবার, ১৭ জানুয়ারি সৌদি আরবের রিয়াধে জয় অ্যাওয়ার্ডসের ল্যাভেন্ডার কার্পেটে পুরোপুরি কালো আউটফিটে চমকে দিলেন তিনি। কালো জ্যাকেট, কালো ট্রাউজার্সে তাঁকে দেখে কে বলবে তিনি এখন দেশের 'সিনিয়র সিটিজেন'! বাদামি চুল, ট্রিম করা দাড়িতে তীক্ষ্ণ চোয়ালের দ্যুতি যেন আলো ছড়িয়ে দিল মঞ্চে।

গত তিন দশকে তাঁর স্টাইলিশ লুক অনুরাগীদের মন জিতে নিয়েছে বারবার। সময় বদলেছে। বদলে গিয়েছে আমূল দুনিয়াটাই। কিন্তু যেটুকু একই আছে, তার অন্যতম শাহরুখ খানের 'চার্ম'। ষাট ছুঁয়েও তাঁর ব্যক্তিত্বের জৌলুসে মুগ্ধ সকলে।

এছাড়া তাঁর কবজিতে ক্লাসিক ঘড়ি, ব্রেসলেট, গলায় নেকলেস... সবচেয়ে বড় অলঙ্কার তাঁর হাসি। সেই অর্থে ছিমছাম পোশাকেও যে মঞ্চে ঝড় তোলা যায় দুরন্ত ফ্যাশন স্টেটমেন্টে, তা বুঝিয়ে দিলেন বাদশা। অনুরাগী ও ফ্যাশন বিশেষজ্ঞরা একমত, তিনিই হয়ে উঠেছিলেন এদিনের সন্ধের প্রধান আকর্ষণ।

প্রসঙ্গত, শাহরুখই ছিলেন এদিনের প্রেজেন্টার। মিশরের অভিনেত্রী আমিনা খালিলের সঙ্গে এলেন মঞ্চে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে শাহরুখ ল্যাভেন্ডার কার্পেটের আয়োজকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, "এখানে মানুষ আমার কাজ পছন্দ করেন, তা জেনে খুব ভালো লাগছে। এটা অত্যন্ত সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ। আমি এটা ভালোবাসি, আমার মনে হয় এখানকার সবাই আন্তরিক ও মিষ্টি।" এভাবেই সকলের নজর কেড়ে নেন এসআরকে। তিনি কোনও পুরস্কার পাননি। স্রেফ মঞ্চে দাঁড়িয়েই জিতে নিলেন জনতার ভালোবাসা ও আশীর্বাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement