shono
Advertisement

Breaking News

Salman Khan

'বালোচিস্তান স্বাধীন দেশ' বলায় সলমনকে 'সন্ত্রাসবাদী' তকমা দিল পাক সরকার

ঠিক কী বলেছেন সলমন?
Published By: Arani BhattacharyaPosted: 05:28 PM Oct 26, 2025Updated: 03:25 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের রিয়াধে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান সলমন খান (Salman Khan)। আর সেই অনুষ্ঠানেই ভারতীয় ছবি নিয়ে বক্তব্য রাখেন সলমন। ভারতীয় বিনোদুনিয়া নিয়ে সলমনের সেই মন্তব্যকে নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। ঠিক কী বলেছিলেন এদিন সলমন?

Advertisement

সৌদি আরবে, রিয়াধের বুকে এই অনুষ্ঠানে সিনেমার জয়গান গেয়ে সলমন বলেন, আপনি যদি একটা হিন্দি ছবি তৈরি করেন তা সৌদি আরবে মুক্তি পেলে যেমন ভালো ব্যবসা করবে তেমনই আপনি তামিল, তেলেগু, মালয়লম যে কোনও ভাষায় ছবি তৈরি করলেই তা এখানে মুক্তি পেলে বিপুল ব্যবসা করবে। এখানে আফগানিস্থান, পাকিস্তান ও বালোচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে কাজ করছে, সফল হচ্ছে।' ব্যস সলমনের এই মন্তব্যের পরই রীতিমতো মতো ভাইরাল হয় এই ভিডিও। তার সঙ্গেই ছড়িয়ে পড়ে যে, অন্যান্য স্বাধীন দেশের সঙ্গে বালোচিস্তানের (Balochistan) নাম উল্লেখ করাতে নাকি পাকিস্তান সরকার সলমনকে সে দেশে সলমনকে নিষিদ্ধ করেছে এবং একইসঙ্গে তাঁকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে।

সোশাল মিডিয়ার দৌলতে এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া ও সেই ভিডিও ভাইরাল হলেও এই খবরে পাক সরকারের তরফে কোনওরকম সিলমোহর দেওয়া হয়নি। শুধু তাই নয়, পাক সংবাদমাধ্যমের তরফেও এরকম কোনও ঘটনার সত্যতা যাচাই করে কোনও খবর প্রকাশ করা হয়নি বলেই শোনা যাচ্ছে। সলমনকে নিয়ে এমন খবর ছড়ানোর নেপথ্যে রয়েছে নাসির আজিম নামে এক ব্যক্তি। ১৬ অক্টোবর তিনিই হঠাৎ সলমনের এই বক্তব্যকে নিয়ে সোশাল মিডিয়ায় উত্তেজনা তৈরি করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌদি আরবের রিয়াধে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান সলমন খান।
  • আর সেই অনুষ্ঠানেই বেফাঁস মন্তব্য করে পাকিস্তানি সরকারের নিশানায় সুপারস্টার।
  • রিয়াধের অনুষ্ঠানে গিয়ে বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেন সলমন।
Advertisement