shono
Advertisement

Breaking News

Hrithik Roshan

পর্দায় জোর টক্কর হৃতিক-এনটিআরের! মন কাড়ল 'ওয়ার টু'র অ্যাকশনে ভরা টিজার

ভারত-পাক সংঘাতের আবহে এই ফুল অন অ্যাকশন ড্রামা কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে সেটাই দেখার।
Published By: Arani BhattacharyaPosted: 04:52 PM May 20, 2025Updated: 04:52 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত 'ওয়ার টু' ছবির টিজার। হৃতিকের ফ্যানেরা তো বটেই এই টিজার দেখে ইতিমধ্যেই মুগ্ধ আপামর দর্শক। যশরাজ ফিল্মসের প্রযোজনায় স্পাই ইউনিভার্সের এই ছবির টিজারের ঝলকের মূল আকর্ষণ হৃতিক ও জুনিয়র এনটিআরের জমজমাট অ্যাকশন। উল্লেখ্য, মঙ্গলবার এনটিআরের জন্মদিনেই প্রকাশ্যে এসেছে টিজারের ঝলক। সেখানে অভিনেতাকে নতুন কাজের শুভেচ্ছা ও জন্মদিনের শুভেচ্ছা একই সঙ্গে জানিয়েছেন তাঁর অনুরাগীরা।  

Advertisement

টিজারের শুরু থেকেই দর্শককে এক্কেবারে মাতিয়ে রেখেছেন হৃতিক, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কখনও তিনি অস্ত্র হাতে একের পর এক শত্রুকে প্রতিহত করছেন। কখনও আবার যুদ্ধে ক্ষতবিক্ষত হৃতিকের রক্তচক্ষু তাক লাগিয়েছে দর্শককে। কখনও আবার নেকড়ের সঙ্গে হেঁটে আসছেন এক্কেবারে নায়কোচিত ভঙ্গিমায়। ছবিতে হৃতিকের সঙ্গে টক্কর দেখা যাবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এনটিআরের। টিজারে তাঁর উপস্থিতি  থাকলেও হৃতিকের তুলনায় তা কমই। পাশাপাশি হৃতিক তাঁর ক্যারিশমাতেও যেন পিছনে ফেলেছেন দক্ষিণী সুপারস্টারকে। তবে কেউ কেউ মনে করছেন তা ছবির স্বার্থেই করা হয়েছে। যদিও ইতিহাস বলছে, বলিউডে দক্ষিণের অভিনেতা-অভিনেত্রীদের হিন্দি ছবিতে কাজ এর আগেও দর্শক দেখেছেন। তবে সেইভাবে বলিউড ছবিতে তাঁদের ব্যবহার করা হয়নি। এখন দেখার এনটিআরের এই ছবিতে উপস্থিতি কতটা থাকে বা তাঁর চরিত্রটি কতটা আকর্ষণীয় হয়ে ওঠে। 

বর্তমানে ভারত-পাক সংঘাতের আবহে এই ফুল অন অ্যাকশন ড্রামা কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে সেটাও দেখার। যদিও সেজন্য ছবি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপাতত হৃতিকের 'রাফ অ্যান্ড টাফ' লুক দেখে মজেছেন তাঁর অনুরাগীরা। ২০১৯ সালে যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার 'ওয়ার'- এর সিক্যুয়েল এই 'ওয়ার টু'। 

আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে ছবি। ইতিমধ্যেই টিজারের ঝলক নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন হৃতিক-সহ ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। আর হৃতিকের সেই পোস্টে তাঁর কাজের প্রশংসা করেছেন বান্ধবী সাবা আজাদ। একই সঙ্গে সুপারস্টারকে নতুন কাজের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন স্ত্রী সুজান খানও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত 'ওয়ার টু' ছবির টিজার।
  • হৃতিকের ফ্যানেরা তো বটেই এই টিজার দেখে ইতিমধ্যেই মুগ্ধ আপামর দর্শক।
  • যশরাজ ফিল্মসের প্রযোজনায় স্পাই ইউনিভার্স নিয়ে এই ছবিতে দেখা যাচ্ছে টিজারের ঝলকে হৃতিক ও জুনিয়র এনটিআরের জমজমাট অ্যাকশন।
Advertisement