shono
Advertisement
Idhika Paul

'খাদান' মাতিয়েছিলেন দেবের বিপরীতে, 'বহুরূপ' ছবিতে একাই সাতটি চরিত্রে ইধিকা!

ছবিতে স্ক্রিন শেয়ার করবেন সোহমের সঙ্গে।
Published By: Arani BhattacharyaPosted: 09:48 PM Jun 01, 2025Updated: 09:48 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল 'বহুরূপ ছবির নতুন পোস্টার। এই পোস্টারে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকা পালের লুক। সেখানে তাঁকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম এক লুকে। বলে রাখা ভালো এই ছবিতে ইধিকাকে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। সোহম চক্রবর্তীর বিপরীতে এই ছবিতে দেখা যাবে নায়িকাকে।

Advertisement

এই কাজ সম্পর্কে ইধিকা বলেছেন, "এই ছবি আমার কাছে অন্যরকমের একটা ছবি। আমি এরকম কাজ এখনও করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। আমি প্রথম থেকেই ভাবছিলাম কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিং ছিল। আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তাঁর কাছ থেকেও শিখেছি অনেক। এই ছবির পরিচালকও নতুন কিন্তু তা তাঁর কাজে প্রকাশ পায়নি। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তাঁর নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি ছবির গোটা টিম। বাকিটা এবার দর্শক বলবে।"

ছোটপর্দায় কাজ দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন ইধিকা। কয়েকটি ধারাবাহিকের পরেই সোজাসুজি কাজ করার সুযোগ পান বড়পর্দায়। শুধু তাই নয় কাজ করেছেন প্রথম ছবি থেকেই একের পর এক সুপারস্টারের সঙ্গে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। আপাতত মন দিয়ে কাজ করছেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইধিকাকে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন।
  • সোহম চক্রবর্তীর বিপরীতে এই ছবিতে দেখা যাবে নায়িকাকে।
  • এই কাজ সম্পর্কে ইধিকা বলেছেন, "এই ছবি আমার কাছে অন্যরকমের একটা ছবি।
Advertisement