সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ফের শোকের ছায়া হলিউডে। প্রয়াত 'দ্য লায়ন কিং' খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। অভিনেত্রীর অকালপ্রয়াণে শোকের ছায়া বিনোদুনিয়ায়। নিউ জার্সির বাড়ি থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হন অভিনেত্রী। এরপর হাসপাতালে নিয়ে গেলে ইমানিকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র পঁচিশ বছর। অভিনেত্রীর মৃত্যুতে অভিযোগের তীর তাঁর প্রেমিকের দিকে।
খুনের অভিযোগে ইতিমধ্যেই অভিনেত্রীর প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে কুপিয়ে খুন করা হয়েছে ইমানিকে। ইমানিস্র পরিবারের তরফে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় সোশাল মিডিয়ায়। মা-বাবা, তিন সন্তান, পোষ্য ও দুই ভাইবোনের সঙ্গে থাকতেন ইমানি। ইতিমধ্যেই অভিনেত্রীর মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
ইমানির পরিবারের তরফে সোশাল মিডিয়া পোস্টে তাঁর মৃত্যু নিয়ে জানানো হয়। সেই পোস্টে লেখা হয়, 'ইমানি দিয়া স্মিথ প্রয়াত হয়েছেন। ২১ ডিসেম্বর ইমানিকে তাঁর প্রেমিক হত্যা করেছে। ওর পরিবারে ও রেখে গেল মা-বাবা, দুই ভাইবোন ও তিন সন্তানকে।' ইমানির মতো প্রতিভাবান শিল্পীকে হারিয়ে শোকাচ্ছন্ন পরিবার, আত্মীয়-বন্ধু ও অনুরাগীরা। 'দ্য লায়ন কিং' ছবিতে নালা চরিত্রে নজর কেড়েছিল অভিনেত্রীর মৃত্যু বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি।
