shono
Advertisement

Breaking News

AR Rahman-Imtiaz Ali

ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বলিউডে কোণঠাসা! বিতর্কের মাঝে রহমানকে কাজ দিলেন ইমতিয়াজ আলি

'সাম্প্রদায়িক বিভাজন' বিতর্কের মাঝে ফের রহমানের সঙ্গে জুটি বাঁধলেন ইমতিয়াজ আলি। কাস্টিংয়ে দারুণ চমক!
Published By: Sandipta BhanjaPosted: 12:37 PM Jan 30, 2026Updated: 02:02 PM Jan 30, 2026

সম্প্রতি হিন্দি সিনেদুনিয়ায় ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলেছিলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। দাবি করেছিলেন, "গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে!" রহমানের এহেন মন্তব্য নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে সিনেদুনিয়া থেকে রাজনৈতিকমহলে জোর চর্চা। প্রশ্ন উঠেছে, সিনেদুনিয়াতেও কি ধর্মীয় মেরুকরণের রাজনীতির রমরমা? নাকি মুসলিম ধর্মাবলম্বী হলে আখেড়েই বলিউডে কাজ পাওয়া যায় না? যদিও অস্কারজয়ী শিল্পীর 'কোণঠাসা' ত্বত্ত্বে সায় দিতে নারাজ তারকামহলের সিংহভাগ, তবে সংশ্লিষ্ট ইস্যু যে বর্তমানে 'দাবানলে'র আকার ধারণ করেছে, তা বলাই বাহুল্য! চলতি বিতর্কের আবহে ইমতিয়াজ আলি (Imtiaz Ali) জানিয়েছিলেন, "রহমানের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।" এবার শিল্পীকে ডেকে কাজ দিলেন পরিচালক।

Advertisement

অতীতেও ইমতিয়াজের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন এআর রহমান (AR Rahman)। 'হাইওয়ে', 'রকস্টার', 'তামাশা', 'অমর সিং চমকিলা'র মতো একগুচ্ছ সিনেমার সঙ্গীতের দায়ভার অস্কারজয়ী শিল্পীর হাতে সঁপেছিলেন ইমতিয়াজ। এবার সাম্প্রদায়িক বিভাজন বিতর্কের আবহে ফের একবার রহমানের সঙ্গে জুটি বাঁধার ঘোষণা করলেন 'রকস্টার' পরিচালক। খবর, 'চমকিলা' দিলজিৎ দোসাঞ্ঝকে নিয়ে ফের নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন ইমতিয়াজ আলি। যদিও সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে জানা গেল, এবার প্রেম-বিরহের প্রেক্ষাপটে এক মনোমুগ্ধকর গল্প সাজিয়েছেন তিনি। উল্লেখ্য, রহমানের মিউজিকের পাশাপাশি এই সিনেমার অন্যতম চমক কাস্টিং। ছবিতে 'পাঞ্জাবী পপস্টার' দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে থাকছেন নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না, শর্বরী ওয়াঘের মতো একগুচ্ছ তারকা।

ইমতিয়াজ-রহমান, ছবি- এক্স হ্যান্ডেল

আর ইমতিয়াজ আলির ছবি মানেই মাটির গন্ধ। ছকভাঙা স্টোরি টেলিংয়ে বরাবর দর্শককে মুগ্ধ করেছেন পরিচালক। এবারও যে তার অন্যথা হবে না, হলফ করে বলাই যায়। সঙ্গে উপরিপাওনা হিসেবে থাকছে রহমানের মনকাড়া মিউজিক। গল্পটা কেমন? পুরোটা ভাঙতে না চাইলেও ইমতিয়াজ আভাস দিলেন, "এই ছবিটা শিকড়ের অন্বেষণের কথা বলবে। সেভাবে দেখতে গেলে, নারী-পুরুষের প্রেম-বিরহের পাশাপাশি প্রাধান্য পাবে এক দেশের গল্পও।" প্রথমটায় ছাব্বিশ সালের এপ্রিল মাসেই রিলিজের কথা ছিল। কিন্তু পরে নির্মাতারা দিনক্ষণ বদলে ১২ জুন করেন। এবার রহমান-ইমতিয়াজ জুটি গানে-গল্পে কেমন চমক দেন? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement