সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ধীরে ধীরে সুস্থতার পথে 'ইন্ডিয়ান আইডল ১২' বিজয়ী পবনদীপ রাজন। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে গায়ককে। পবনদীপের বন্ধু গোবিন্দ দিগারি একটি ছবি পোস্ট করেন। হাসিমুখে ছবি শেয়ার করেন তিনি। ওই ছবি দেখে যেন কিছুটা আশ্বস্ত হয়েছেন তাঁর অনুরাগীরা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর ৩.৪০ নাগাদ আহমেদাবাদের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে ভাইরাল হওয়া এক ভিডিও থেকেই গায়কের দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানেই দেখা গিয়েছে, পবনদীপ রাজনের চোট বেশ গুরুতর। হাসপাতালের বিছানায় অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। জানা গিয়েছে, গায়কের ডান হাত এবং বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে। শরীরের একাধিক হাড় ভেঙেছে। মঙ্গলবার ছয় ঘণ্টা ধরে পবনদীপের অস্ত্রোপচার হয়। আইসিইউতে ছিলেন তিনি।
তবে এখন অনেকটাই সুস্থ পবনদীপ। আইসিইউ থেকে বের করে কেবিনে রাখা হয়েছে তাঁকে। পবনদীপের বন্ধু গোবিন্দ দিগারি একটি ছবি পোস্ট করেন। বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন পবন। ওই ছবি দেখে কিছুটা আশ্বস্ত হয়েছেন তাঁর অনুরাগীরা। দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা। গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ। উত্তরাখন্ডের এক ছোট্ট গ্রাম চম্পাওয়াত। সেখানে বসেই পবনদীপ স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। আর সেই স্বপ্ন নিয়েই তাঁর পথচলা।
