সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ভারতে নিষিদ্ধ হানিয়া আমির। তবে তা সত্ত্বেও অনুরাগীদের আটকে রাখা দুষ্কর। সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে মরিয়া অনুরাগীরা। অনেকেই নাকি ভিপিএন ব্যবহার করে ইনস্টাগ্রামে তাঁর উপর নজরে রেখেছেন। আর তা জানতে পেরে আবেগে ভাসছেন হানিয়া। বলছেন এবার নাকি কেঁদেই ফেলবেন।
ভারতীয় অনুরাগীরা তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঁকি দিতে গেলেই সতর্কীকরণ বার্তা দেখতে পাচ্ছিলেন। ওই অ্যাকাউন্টটি আইনি জটিলতায় দেখা সম্ভব নয় বলেই দেখতে পান নেটিজেনরা। তবে তাতেই বা দমে ক'জন? অনেকেই সোশাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, বাধ্য হয়ে ভিপিএন ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে নজর রাখছি।
বলে রাখা ভালো, ভিপিএন হল এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোনও ব্লকড সোশাল অ্যাকাউন্টে নজর রাখা সম্ভব। তবে তা অবশ্যই আইনবিরুদ্ধ। বাধাবিঘ্ন পেরিয়ে সোশাল মিডিয়ায় ভারতীয় নেটিজেনরা যোগাযোগ রাখার চেষ্টা করায় আবেগে ভাসছেন পাকিস্তানের অভিনেত্রী। তিনি লেখেন, "আমি কেঁদেই ফেলব।" অনুরাগীদের ভালোবাসি বলেও লেখেন।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা হয়েছে। সন্ত্রাসবাদীদের টার্গেটে পর্যটকরা। নৃশংস ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হয়েছে পাকিস্তানি তারকাদেরও। ভারতে নিষিদ্ধ মাহিরা, আলি জাফর, হানিয়া আমিরদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। শোকপ্রকাশ করার পরও লাগাতার নেটপাড়ায় কটাক্ষের শিকার তাঁরা। তবে কিছু ভারতীয় যে এখনও পাক তারকার অনুরাগী ভিপিএন ব্যবহারে যেন তা আরও একবার স্পষ্ট হল।
