shono
Advertisement
SRK

'অনুপ্রেরণা দিল জাতীয় পুরস্কার', পর্দায় ফের বাস্তব তুলে ধরার অঙ্গীকার 'জওয়ান' শাহরুখের

ভাঙা হাত নিয়েই অনুরাগীদের উদ্দেশে শাহরুখের বার্তা, 'পপকর্ন রেডি রাখো।'
Published By: Sandipta BhanjaPosted: 09:42 AM Aug 02, 2025Updated: 12:32 PM Aug 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন দশকের কঠোর পরিশ্রমের ফল। অবশেষে জাতীয় পুরস্কার এল শাহরুখ খানের ঝুলিতে। শুক্রবার সন্ধে থেকেই আসমুদ্রহিমাচলের বাদশা অনুরাগীরা উচ্ছ্বসিত। কারণ, বিগত তিন দশক ধরে বলিউডের উত্থান-পতনের সাক্ষী থাকা মানুষটি, অতিমারী উত্তর পর্বে একা লড়ে বক্স অফিসের গ্রাফ উর্ধ্বমুখী করা মানুষটির হাতে অবশেষে জাতীয় স্বীকৃতি এল। অতঃপর অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। আর জাতীয় পুরস্কার পেয়েই এই সম্মান ভক্তদের উৎসর্গ করলেন কিং খান।

Advertisement

সম্প্রতি 'কিং' সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে ডান হাতে গুরুতর চোট পেয়েছেন বলিউড বাদশা। সেই প্রেক্ষিতেই চিকিৎসকরা মাস দুয়েক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলিউড সুপারস্টারকে। আপাতত শুটিং বন্ধ। এমন আবহেই শুক্রবার সেই সুখবর এল, যা বাদশার ফিল্মি কেরিয়ারে অন্যতম মাইলস্টোন হয়ে রইল। যদিও 'স্বদেশ', 'চাক দে ইন্ডিয়া' থেকে 'মাই নেম ইজ খান'-এর মতো একাধিক ছবিতে ছক ভেঙে ধরা দিয়েছিলেন কিং, তবে শেষমেশ তেইশ সালের 'জওয়ান' সিনেমার জন্যই জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি। যে ছবি ঘুণ ধরা সিস্টেমের খোলনলচে বদলে দেওয়ার দাবি রেখেছে। সিনেমার মাধ্যমেই দর্শকদের বিবেচনা করে ভোট দেওয়ার পাঠ দিয়েছে। আদ্যোপান্ত কমার্শিয়াল মোড়কের সিনেমা হলেও 'জওয়ান' কিন্তু রাজনৈতিক শিবিরেও তোলপাড় ফেলে দিয়েছিল। আর সেই ছবিই বাদশাকে এনে দিল জাতীয় পুরস্কার।

একটি ভিডিও শেয়ার করে শাহরুখের মন্তব্য, "আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি সদস্য, চেয়ারম্যান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ।" সেই ভিডিওতেই ভক্তদের উদ্দেশে রসিকতা করে কিং খানকে বলতে শোনা যায়, "আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই কিন্তু আমি তো খানিক অসুস্থ। তবে চিন্তা করো না, শুধু পপকর্ন প্রস্তুত রাখো, আমি খুব শিগগিরি প্রেক্ষাগৃহে আসছি। এবং পথেঘাটেও দেখা হবে তোমাদের সঙ্গে। তাই ততক্ষণ পর্যন্ত, কেবল এক হাতেই উদযাপন হোক।"

সেই ভিডিওতে 'জওয়ান' টিমকে ধন্যবাদ জানাতেও ভুললেন না বাদশা। তাঁর সংযোজন, "রাজু স্যর, সইদ, অ্যাটলি স্যার এবং ওঁর গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে জওয়ান ছবিতে সুযোগ দেওয়ার জন্য। আমার টিমের প্রত্যেককেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাকে সবসময়ে সহ্য করার জন্য। আমাকে যেন ভালো দেখায়, সেটার প্রতি ওদের আমার থেকেও বেশি নজর থাকে।" শাহরুখ খান যে আদ্যপান্ত 'ফ্যামিলি ম্যান', জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার পর আবারও তার প্রমাণ দিলেন। বলিউড সুপারস্টারের মন্তব্য, "আমার স্ত্রী, সন্তানরা জানে সিনেমার প্রতি আমার প্যাশনের জন্যই আমি ওদের থেকে অনেক সময়ে দূরে থাকি। কিন্তু কোনওরকম অভিযোগ না করে সবটা হাসিমুখেই মেনে নেয়। এবং সর্বপরি আমার ভক্তদের ধন্যবাদ। আপনাদের আনন্দাশ্রু... এই পুরস্কারটি আপনার জন্য। জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটা আমায় মনে করিয়ে দেওয়া যে আমি যেটা করি, সেটা গুরুত্বপূর্ণ। এই সম্মান আমায় বোঝায়, কঠিন পরিশ্রম করে যাও, নতুন কিছু করতে থাকো আর সিনেমায় নিজের অবদান রেখে এগিয়ে যাও। কোলাহলে ভরা পৃথিবীতে, এই পুরস্কার আমার কাছে আশীর্বাদ। কথা দিচ্ছি, এই পুরস্কার আমার কাজের পরিধি নয়, বরং আরও আমাকে আরও কাজ করতে উৎসাহ জোগাল। আমায় মনে করিয়ে দিল যে, অভিনয় শুধু একটা কাজ নয়, এটা একটা দায়িত্ব। পর্দায় সত্যিটাকে তুলে ধরার দায়িত্ব। সবার ভালবাসার কাছে আমি নতশির। এই সম্মানের জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত তিন দশকের কঠোর পরিশ্রমের ফল। অবশেষে জাতীয় পুরস্কার এল শাহরুখ খানের ঝুলিতে।
  • শুক্রবার সন্ধে থেকেই আসমুদ্রহিমাচলের বাদশা অনুরাগীরা উচ্ছ্বসিত।
  • জাতীয় পুরস্কার পেয়েই এই সম্মান ভক্তদের উৎসর্গ করলেন কিং খান।
Advertisement