shono
Advertisement
Javed Akhtar Rohit Sharma

'মোটা' কটাক্ষে রোহিতের পাশে দাঁড়িয়ে ট্রোলড জাভেদ আখতার, নিন্দুককে পালটা বললেন 'আরশোলা'!

রোহিত শর্মাকে 'ফ্যাট শেমিং', নিন্দুককে 'আরশোলা' বলে কটাক্ষ জাভেদ আখতারের।
Published By: Sandipta BhanjaPosted: 06:18 PM Mar 05, 2025Updated: 06:18 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগের কথা। রোহিত শর্মার শরীরী গড়ন নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। ভারতীয় ক্রিকেটের অধিনায়ককে করা 'ফ্যাট শেমিং' নিয়ে এই কদিনে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। সেই আবহেই বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে কটাক্ষ শুনতে হল জাভেদ আখতারকে। প্রবীণ শিল্পীর পোস্টে অহেতুক 'রোহিত শর্মার ফ্যাট শেমিং' প্রসঙ্গ টানতেই নিন্দুককে একহাত নিলেন জাভেদ।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পরই জাভেদ আখতার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানান সোশাল মিডিয়ায়। তবে সেই পোস্টে অধিনায়কের নামোল্লেখ না করে তিনি বিশেষভাবে বিরাট কোহলির প্রশংসা করেন। জাভেদ লেখেন, 'বিরাট কোহলি আবারও প্রমাণ করে দিলেন যে, ও ভারতীয় ক্রিকেট টিমের সবথেকে শক্তিশালী স্তম্ভ। ভারতীয় ক্রিকেটের দূর্গকে শুভেচ্ছা!' সেই পোস্ট শেয়ার করে জাভেদকে ট্রোলড হতে হয়! প্রবীণ শিল্পীর উদ্দেশে জনৈক নেটিজেন বলেন, 'বিরাট যদি স্তম্ভ হন, তাহলে রোহিত শর্মা কী? ভারী স্তম্ভ? জাভেদ আখতার ছিঃ লজ্জার বিষয় আপনি ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ককে ফ্যাট শেমিং করলেন।' তার পালটা ওই নিন্দুককে ছেড়ে কথা বলেননি জাভেদ। রেয়াত না করে তিনি লেখেন, 'এই আরশোলা নিজের মুখ বন্ধ করো। শুধু রোহিত শর্মা কেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সমস্ত প্লেয়ারকে আমি ভীষণ শ্রদ্ধা করি। কতটা নিচ মানসিকতার তুমি। আর কী ভয়ানক মিথ্যেবাদী। রোহিতের সম্পর্কে আমি কুকথা বলেছি-এমন মিথ্যে রটাচ্ছ তুমি। কী বদমাইশ আর খারপ লোক।'

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি রোহিত। ১৫ বলে মাত্র ১৭ রান করে ফিরে যান ভারত অধিনায়ক। তারপরই রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। তিনি লেখেন, 'একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।' এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক দেশজুড়ে। ক্রিকেট এবং রাজনীতি- দুই মহলেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেত্রী। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'একজন দায়িত্ববান ব্যক্তির থেকে এরকম অবমাননাকর মন্তব্য আশা করা যায় না। ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে রয়েছে। এই ধরনের মন্তব্য ক্রিকেট দল ও ক্রিকেটারদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।' পদ্ম শিবিরের নেতা শেহজাদ পুনাওয়ালার মন্তব্য, "রাহুল গান্ধীর নেতৃত্বে যারা ৯০টি নির্বাচনে হেরেছে তারা এখন রোহিতের নেতৃত্বের সমালোচনা করছে। একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে নিয়ে এই ধরনের অবমাননাকর মন্তব্য নিন্দনীয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত শর্মার শরীরী গড়ন নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ।
  • সেই আবহেই বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে কটাক্ষ শুনতে হল জাভেদ আখতারকে।
  • প্রবীণ শিল্পীর পোস্টে অহেতুক 'রোহিত শর্মার ফ্যাট শেমিং' প্রসঙ্গ টানতেই নিন্দুককে একহাত নিলেন জাভেদ।
Advertisement