shono
Advertisement
Dear Maa

মা ও সন্তানের সম্পর্কের টানাপোড়েন, 'ডিয়ার মা' ছবির টিজারেই চোখে জল আনলেন জয়া

আবেগ ও অনুভূতির মিশেলে ভরপুর 'ডিয়ার মা' ছবির টিজার।
Published By: Arani BhattacharyaPosted: 05:45 PM Jun 28, 2025Updated: 11:50 AM Jun 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'ডিয়ার মা'। প্রতিটা বয়সের সঙ্গে সঙ্গেই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক আরও মজবুত। শাসনের পরিমাণ কমে সেখানে যেন খানিক বাড়ে বন্ধুত্বের সম্পর্ক। আবার তেমনভাবেই বয়ঃসন্ধির সময়ে সন্তানকে সামলানো একটু কঠিন হয়। ঠিক এভাবেই নানা পরস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতেই সন্তান কখন বড় হয়ে যায় মা যেন তা টেরটিও পাননা। ঠিক এরকমই অনেকগুলো আবেগ অনুভূতির মিশেলে ভরপুর 'ডিয়ার মা' ছবির টিজার। 

Advertisement

এই ছবিতে মায়ের চরিত্রে দেখা যাচ্ছে জয়া আহসানকে। সন্তানের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীলা। কিন্তু এই ছবিতে তাঁর মেয়েকে দেখা যাচ্ছে বারবার বলতে 'আমি আমার নিজের মায়ের কাছে যাব'। খোলসা না করলেও বোঝা যাচ্ছে জয়া তাঁর সন্তানের জন্মদাত্রী মা নন। কিন্তু স্নেহের বন্ধনে বেঁধে রাখতে চান মেয়েকে। অথচ মেয়ে তাঁর থেকে পালিয়ে বেড়ায়। ছবিতে দেখা যায় হঠাৎই একদিন নিখোঁজ হয় তাঁর মেয়ে। মেয়েকে খুঁজতে পুলিশের দারস্থ হয় জয়া। সেই পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে।

এই ছবির টিজারে জয়ার অভিনয়ের কিছু ঝলক ও এক্সপ্রেশন দেখেই রীতিমতো চোখে জল এসেছে সকলের। রক্তের সম্পর্ক নেই কিন্তু মায়ের মতোই স্নেহডোরে বেঁধে রাখার যে আপ্রাণ প্রচেষ্টা তা কি শেষ পর্যন্ত জিতে যাবে? তা অবশ্য জানা যাবে ছবি মুক্তির পর। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে এই ছবি। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবিতে মায়ের চরিত্রে দেখা যাচ্ছে জয়া আহসানকে। সন্তানের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীলা।
  • সেই পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে।
  • এই ছবির টিজারে জয়ার অভিনয়ের কিছু ঝলক ও এক্সপ্রেশন দেখেই রীতিমতো চোখে জল এসেছে সকলের।
Advertisement