সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই স্পষ্টবাদী তিনি। সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন। এবার রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় জীতু কমল (Jeetu Kamal)। অভিনেতা মনে করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পর যদি বাংলায় কোনও পরিপক্ক রাজনীতিবিদ থাকেন তিনি তৃণমূল সুপ্রিমো।
সোমবার জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ডা. কৌস্তভ নায়েক ও স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশিস হালদার। সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও। এই প্রসঙ্গেই জীতুর এমন মন্তব্য। সেকথা জানিয়ে পোস্টে ১৬ সেপ্টেম্বরের তারিখটিও উল্লেখ করেছেন তারকা।
ফেসবুকে জ্যোতি বসু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটি ছবি শেয়ার করেছেন জীতু। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "আমার মনে হয় জ্যোতি বসুর পর যদি পরিপক্ক রাজনীতিবিদ কেউ হয়ে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে গালি দিন, বিদ্রুপ করুন। কিন্তু সত্যিটাকে সত্যি বলে মানতেই হবে।"
প্রসঙ্গত, রাজ্য সরকারের ‘শেষ চেষ্টা’য় সাড়া দিয়ে সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আন্দোলনকারীরা। নিজের পাঁচ দফা আন্দোলনে অনড় থেকেই বসেন বৈঠকে। পাঁচ দফার মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার অপসারণ। এর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের দাবি। তাঁদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমরা ওদের দাবি বেশি মেনেছি। কারণ ওরা ছোট। তোমাদের কাছে আমাদের দাবি থাকবে তোমরা হয়তো ফিরে গিয়ে আলোচনা করবে। করো। মিনিটসে সই করেছ। তোমরা এবার আগে কাজে যোগ দাও।"