shono
Advertisement
Jisshu-Nilanjana

নতুন শুরুর পথে যিশু! অতীত ভুলে জীবনের নয়া ইনিংসের ইঙ্গিত দিলেন নীলাঞ্জনাও

টলিপাড়ার অন্দরে নতুন খবর!
Published By: Sandipta BhanjaPosted: 04:26 PM May 10, 2025Updated: 04:26 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর থেকেই যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙার গুঞ্জনে সরগরম টলিপাড়া। 'আদর্শ দম্পতি'র উদাহরণ তৈরি করেও একছাদের তলায় আর থাকেন না তাঁরা। এমন খবরে মন ভেঙেছিল অনুরাগীদেরও। ডিভোর্সের গুঞ্জনের মাস খানেকের ব্যবধানে বড় মেয়ে সারা সেনগুপ্তও যিশুর থেকে দূরত্ব বাড়িয়েছেন। টলিউডের একসময়কার 'হাসিখুশি' দম্পতি বর্তমানে যে যার নিজের মতো করে জীবনে এগিয়ে চলেছেন। কথাতেই বলে, সময় সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। সম্ভবত যিশু-নীলাঞ্জনার ক্ষেত্রেও তাই। শোনা যাচ্ছে, অতীত ভুলে দু'জনেই জীবনের নয়া ইনিংসের সূচনা করতে চলেছেন। তবে একসঙ্গে নয়। আলাদা।

Advertisement

টলিপাড়ার অন্দরমহলে জোর গুঞ্জন, বিগত তিন দশকের অভিনয় কেরিয়ারে যিশু সেনগুপ্ত নাকি এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তবে এই খবরেও রয়েছে বড় ট্যুইস্ট! সূত্রের খবর, মহেশ ভাট পরিচালিত 'আর্থ' সিনেমাটির বাংলা সংস্করণ তৈরি করার পরিকল্পনা রয়েছে যিশুর। তবে ঠিক রিমেক নয়, সেই ধাঁচেরই গল্প নিয়ে হবে ছবি। চিত্রনাট্যের দায়িত্বে মহেশের টিমের সদস্যরা। যে সিনেমায় স্মিতা পাতিল, শাবানা আজমি, কুলভূষণ খরবান্দার মতো দক্ষ শিল্পীরা অভিনয় করেছিলেন। মহেশের সেই বহুল প্রশংসিত ছবিটিকেই পরিচালক হিসেবে বাংলায় তৈরি করতে চাইছেন যিশু। নতুন প্রযোজনা সংস্থাও খুলেছেন অভিনেতা ইতিমধ্যেই। সঙ্গী সৌরভ দাস। তাঁদের 'হোয়াই সো সিরিয়াস ফিল্মস'-এর তরফে কোন উপহার পাওয়া যায়? কৌতূহল অস্বাভাবিক নয়। তবে পিছিয়ে নেই নীলাঞ্জনা শর্মাও। টলিউডের অন্দরে জল্পনা, 'বস লেডি' নাকি এবার নতুন ধারাবাহিকের প্ল্যান শুরু করেছেন। প্রি প্রোডাকশনের কাজ চলছে। নেটপাড়ায় ভাইরাল হওয়া এক পুজোর ছবি থেকেই জল্পনার সূত্রপাত। সেই ছবি দেখেই অনেকে কৌতূহলী, 'হরগৌরী পাইস হোটেল'-এর পর এবার কোন নতুন গল্প বুনবেন নীলাঞ্জনা? চোখ থাকবে সেদিকে।

চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন নীলাঞ্জনার মা অঞ্জনা ভৌমিক। তার পর থেকে অভিনেত্রী-প্রযোজকের জীবনে বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর দু দশকের দাম্পত্য ভাঙার খবরে তোলপাড় হয়ে গিয়েছে বিনোদুনিয়া। দুই মেয়ে সারা, জারাকে আঁকড়ে ধরে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন তিনি। মাস খানেক আগেই 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের শেষ দিনে সেটে এসে 'বস লেডি' হিসেবে ধরা দিয়েছেন। কঠিন সময়কে হাসিমুখে সামাল দিয়ে এবার নতুন শুরুর ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা শর্মা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, অতীত ভুলে দু'জনেই জীবনের নয়া ইনিংসের সূচনা করতে চলেছেন। তবে একসঙ্গে নয়। আলাদা।
  • যিশু সেনগুপ্ত নাকি এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
  • নীলাঞ্জনা শর্মাও নাকি এবার নতুন ধারাবাহিকের প্ল্যান শুরু করেছেন।
Advertisement