shono
Advertisement
Kalki Koechlin-Parambrata Chattopadhyay

শীতের কলেজস্ট্রিটে পুরোদস্তুর বাঙালি বেশে কল্কি, শাড়ি-শালে সেজে পরমব্রতর সঙ্গে কীসের শুটিংয়ে?

শীতের কলকাতায় জমে উঠেছে কল্কি-পরমব্রতর শুটিং।
Published By: Sandipta BhanjaPosted: 05:52 PM Jan 05, 2026Updated: 06:39 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি পরিবারে জন্ম হলেও বাংলা তাঁর ভালোই জানা। বছর খানেক আগে স্পষ্ট বাংলা উচ্চারণে 'ঘুম পাড়ানি মাসি-পিসি' গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন কল্কি কেকলাঁ (Kalki Koechlin)। এবার সেই বলিউড অভিনেত্রীকেই পুরোদস্তুর বাঙালি বেশে কলেজস্ট্রিটের ফুটপাতে দেখা গেল। কখনও সবুজ শাড়িতে সেজে গায়ে সাদা শাল জড়িয়ে ফোনের স্ক্রিনে চোখ তো কখনও বা আবার শীতের নরম রোদ গায়ে মেখে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেদার আড্ডায় মেতেছেন কল্কি। মুম্বই ছেড়ে কলকাতায় কি তাহলে এবার বাংলা সিনেমার টানে? শীতের শহরে এহেন দৃশ্য দেখে কৌতূহল অস্বাভাবিক নয়!

Advertisement

জানা গেল, নতুন হিন্দি ওয়েব সিরিজের জন্য সদ্য কলকাতায় পা রেখেছেন কল্কি কেকলাঁ। যে সিরিজে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। নয় নয় করে বলিউডের সিনেমা-সিরিজে বছরখানেক ধরেই পরিচিত নাম হয়ে উঠেছেন অভিনেতা। এবার খবর, নিখিল আডবানি প্রযোজিত এক নতুন সিরিজে কল্কির সঙ্গে জুটি বেঁধেছেন পরমব্রত। যে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে আমাজন প্রাইম ভিডিওর জন্য। কানাঘুষো শোনা গেল, প্রাথমিকভাবে সিরিজের নাম ঠিক করা হয়েছে 'কাহের'। কেমন চরিত্রে দেখা যাবে কল্কিকে?

শটের ফাঁকে কল্কি কেকলাঁ, পরমব্রত চট্টোপাধ্যায় (ছবি- ফেসবুক)

সূত্রের খবর, এই সিরিজে অহনা নামের এক বঙ্গতনয়ার ভূমিকায় অভিনয় করছেন কল্কি কেকলাঁ। প্রথমবার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ। কিন্তু শট দেওয়ার ক্ষেত্রে কোনও জড়তা নেই। দিব্যি বঙ্গললনা সাজে উত্তল কলকাতার অলি-গলিতে পরিচালকের নির্দেশমাফিক শট দিচ্ছেন। হাড়কাঁপানো ঠান্ডায় কখনও বা আবার গায়ের শালও সরিয়ে দিতে হচ্ছে! শোনা গেল, রবিবার ছুটির দিনেও বাগবাজারের ঘাটে, কলেজস্ট্রিটের বিভিন্ন চত্বরে শুটিং করেছেন বলিউড অভিনেত্রী। আবার শট দেওয়ার ফাঁকে সাতসকালে আদ্যোপান্ত বাঙালিদের মতো লুচি-তরকারি দিয়ে প্রাতঃরাশও সেরেছেন কল্কি। যদিও এখনই এই সিরিজ নিয়ে এর থেকে বিশদে কিছু জানাতে নারাজ নির্মাতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গেল, নতুন হিন্দি ওয়েব সিরিজের জন্য সদ্য কলকাতায় পা রেখেছেন কল্কি কেকলাঁ।
  • যে সিরিজে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
  • যে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে আমাজন প্রাইম ভিডিওর জন্য।
Advertisement