shono
Advertisement
Kamleshwar Mukhopadhyay

হিন্দি ছবিতে কমলেশ্বর! কোন চরিত্রে দেখা যাবে?

আর কে কে রয়েছে এই ছবিতে?
Published By: Akash MisraPosted: 04:21 PM Jun 24, 2024Updated: 04:21 PM Jun 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হিন্দি ছবিতে দেখা যাবে টলিউড পরিচালক ও অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্য়ায়কে। পরিচালক অর্ণব চট্টোপাধ্যায়ের নতুন ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে কমলেশ্বরকে। এই ছবি নিয়ে বলতে গিয়ে কমলেশ্বর জানিয়েছেন, '' অর্ণবের এই ছবি একেবারেই থ্রিলার ধর্মী একটি ছবি। এই ছবিতে এসপি বক্সীর চরিত্রে অভিনয় করছি। কাজ করে ভীষণ ভাল লেগেছে। মণীশ চৌধুরী, সুব্রত দত্ত, বরুণ চন্দ অভিনয় করেছেন অন্যান্য চরিত্রে।'' জানা গিয়েছে, উত্তরবঙ্গেও হবে এই ছবির শুটিং।

Advertisement

নতুন এই হিন্দি ছবির পরিচালক অর্ণব জানিয়েছেন, ''ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায়ের উপস্থিতির মাধ্যমে দর্শককে চমক দিতে চেয়েছিলাম। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির পরিচালক তো বটেই, অভিনেতা হিসাবেও তিনি কমলেশ্বর দারুণ। তাই কমলেশ্বর প্রথম থেকেই আমার পছন্দ ছিল।''

[আরও পড়ুন: দেশে ‘পলাতক’, বিদেশে ছেলের বিয়েতে খোশমেজাজে ‘ঋণখেলাপি’ বিজয় মালিয়া!]

আপাতত, এই ছবি নিয়ে বিশেষ কিছু জানাতে নারাজ পরিচালক। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৭ দিনের শুটিং করে ফেলেছেন তিনি। আরও ৩৫ দিন শুটিং বাকি। আগামী বছরে শুরুতে মুক্তি পাবে এই ছবি। এর আগে ২০২০ সালে ‘আনসেড’ ছবিটি পরিচালনা করেছেন তিনি।

এই ছবি ছাড়াও, সৃজিতের টেক্কাতে পুলিশের চরিত্রে দেখা যাবে কমলেশ্বরকে। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু সিরিজের কাজও।

[আরও পড়ুন: প্রযোজনায় ৭ বছর, ‘খাদান’ লুক ফাঁস করে আবেগঘন বার্তা দেবের, রুক্মিণী কী লিখলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মণীশ চৌধুরী, সুব্রত দত্ত, বরুণ চন্দ অভিনয় করেছেন অন্যান্য চরিত্রে।'' জানা গিয়েছে, উত্তরবঙ্গেও হবে এই ছবির শুটিং।
  • জানা গিয়েছে, উত্তরবঙ্গেও হবে এই ছবির শুটিং।
Advertisement