shono
Advertisement
Kapil Sharma

'কপিল শর্মাকে কেউ চিনত না, আমার জন্যই কাজ পেয়েছে', কমেডি শোয়ে ফিরেই বোমা ফাটালেন সিধু!

কী বললেন সিধু?
Published By: Sandipta BhanjaPosted: 08:14 PM Jun 12, 2025Updated: 08:14 PM Jun 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল' শো ঘিরে যেমন চর্চা, তেমনই বিতর্ক। বলিউড তারকাদের হাঁড়ির খবর বের করতে সঞ্চালক কপিল শর্মার জুড়ি মেলা ভার! সাংসারিক দ্বন্দ্ব থেকে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ… রসিকতার মোড়কেই তারকাদের অন্দরমহলের মুচমুচে গসিপ নিয়ে চর্চা হয় এই নেটফ্লিক্সের শোয়ে। তবে এবার খানিক উলট-পুরাণ। কপিল শর্মা শো নিয়ে ঝুলি উপুড় করে দিলেন নভজ্যোৎ সিং সিধু। প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিকের মতে, তিনি ছিলেন বলেই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন কপিল শর্মা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে নভজ্যোৎ সিং সিধু জানান, আজ কপিল শর্মা শো যেখানে দাঁড়িয়ে রয়েছে, তার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। কীভাবে কপিলের শোয়ের সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়? সেকথা ফাঁস করেছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিকের কথায়, "এই শোয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগে চ্যানেলের সামনে একটাই শর্ত রেখেছিলাম যে বিশেষ অতিথি হিসেবে আমার জায়গা পাকা করতে হবে। তাহলেই কপিলের শোয়ে যাব।"

সিধু বলেন, "কপিল আমার কাছে এসে অনুরোধ করেছিলেন- পাজ্জি, আমার একটা অনুরোধ রয়েছে, আপনি যদি আমার শোয়ের সঙ্গে যুক্ত হন, একমাত্র তাহলেই চ্যানেল আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেবে। আমি তখন ওঁকে জিজ্ঞেস করি- এই সিদ্ধান্তটা কার? কপিল জানিয়েছিলেন- কালার্স চ্যানেলের কর্তা রাজ নায়ক সাহেব নিজে একথা বলেছেন। আসলে রাজ চেয়েছিলেন আমি কপিলের শোয়ে যোগ দিয়ে টিআরপি বাড়াই। আমরা প্রাতঃরাশে দেখা করলাম। তার পর রাজি হয়ে যাই।" সিধু জানান, "দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো থেকেই জনপ্রিয়তা বাড়ে কপিলের। তবে কমেডি সার্কাসে ওকে ব্যবহার করা হয়েছিল। তখনও ওঁর সেরকম পরিচিতি তৈরি হয়নি। তাই ওঁর যখন সাহায্যের প্রয়োজন হয়েছিল, আমি পাশে দাঁড়িয়েছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কপিল শর্মা শো নিয়ে ঝুলি উপুড় করে দিলেন নভজ্যোৎ সিং সিধু।
  • প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিকের মতে, তিনি ছিলেন বলেই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন কপিল শর্মা।
Advertisement