shono
Advertisement

Breaking News

জন্মদিনে শর্মিলাকে 'গ্যাংস্টার' বললেন করিনা! শাশুড়ি-বউমার এ কেমন রসায়ন?

শর্মিলার একাধিক ছবি শেয়ার করে 'গ্যাংস্টার' মন্তব্যটি করেছেন করিনা।
Published By: Suparna MajumderPosted: 03:46 PM Dec 08, 2024Updated: 03:46 PM Dec 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশুড়ি-বউমার সম্পর্ক সাধারণ অম্লমধুর হয়। তাই বলে জন্মদিনেই শাশুড়িমা শর্মিলা ঠাকুরকে 'গ্যাংস্টার' বলে দিলেন করিনা কাপুর! আবার ছবিও পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। বলিউডের নবাব পরিবারের শাশুড়ি-বউমার এই আজব রসায়নের সাক্ষী থাকলেন নেটিজেনরা।

Advertisement

আসলে মজা করেই পোস্টটি করেছেন করিনা। শাশুড়িমা শর্মিলা ঠাকুরের সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক। তারই প্রতিফলন দেখা গেল এই পোস্টে। তিনটি ছবি শেয়ার করেছেন করিনা। একটিতে তিনি শর্মিলা ঠাকুরের সঙ্গে খোশমেজাজে রয়েছেন। আরেকটিতে বর্ষীয়ান নায়িকার চোখে সানগ্লাস। শেষের ছবি নাতি জেহকে আদর করছেন শর্মিলা। এমন তিন ছবির ক্যাপশনেই করিনা লিখেছেন, 'সবচেয়ে কুল গ্যাংস্টার কে? আমার বলার প্রয়োজন আছে? হ্যাপি বার্থ ডে শাশুড়িমা। সবচেয়ে সেরা।'

২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সইফ আলি খান এবং করিনা কাপুর। করিনার সঙ্গে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ। ২০০৪ সালে দুজনের বিচ্ছেদ হয়। শোনা যায়, অমৃতা ও শর্মিলার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাবা-মায়ের অমতেই নাকি নিজের চেয়ে বড় বয়সের নায়িকাকে বিয়ে করেছিলেন সইফ। কিন্তু, করিনার সঙ্গে শর্মিলার বেশ ভালো সম্পর্ক। আর তা নানা সময়ে ছবি-ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছে।

উল্লেখ্য, ১৯৪৪ সালের ৮ ডিসেম্বর জন্ম শর্মিলা ঠাকুরের। অল্প বয়সেই কিংবদন্তি সত্যজিৎ রায়ের নজরে পড়ে গিয়েছিলেন। হয়েছিলেন অপুর অপর্ণা। তার পর বলিউড অভিযান। 'কাশ্মীর কি কলি' থেকে হালফিলের 'গুলমোহর', প্রত্যেক সিনেমায় নিজের স্বকীয়তা বজায় রেখেছেন শর্মিলা ঠাকুর। ছয়ের দশকে পতৌদির নবাব তথা কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন অভিনেত্রী। সইফের পাশাপাশি সাবা ও সোহার মতো মেয়েও রয়েছে তাঁর জীবনে। 'আম্মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোহাও ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মদিনেই শাশুড়িমা শর্মিলা ঠাকুরকে 'গ্যাংস্টার' বলে দিলেন করিনা কাপুর!
  • আবার ছবিও পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।
Advertisement