shono
Advertisement
Kareena Kapoor Khan

'গদ্দার, নির্লজ্জ'! পহেলগাঁও আবহে পাক পোশাকশিল্পীর সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার করিনা

পতৌদিদের বউমাকে তুমুল কটাক্ষ নেটপাড়ায়!
Published By: Sandipta BhanjaPosted: 06:43 PM Apr 28, 2025Updated: 06:44 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে আর রেয়াত নয়, পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই ভারত সরকারের তরফে প্রতিবেশী দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপাতত স্থগিত সিন্ধু জলচুক্তি। ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর। সন্ত্রাস হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদুনিয়াতে, তখন সেই আবহে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার করিনা কাপুর খান। পতৌদিদের বউমাকে 'গদ্দার, নির্লজ্জ' বলতেও রেয়াত করল না নেটিজেনরা।

Advertisement

কাশ্মীরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোকবার্তা প্রকাশ করেছিলেন করিনা কাপুর। কিন্তু এমন আবহে পাকিস্তানের পোশাকশিল্পী ফরাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী। করিনা বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফরাজের সঙ্গে দেখা তাঁর। অতঃপর বেবোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফরাজ। ফরাজ মান্নান ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে লেখেন- 'উইদ দ্য ওজি'। আর সেই ছবি ভাইরাল হতেই করিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। অতঃপর বেবোকে কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা।

রবিবারই মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যান করিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনে ফেলেছেন তিনি এবং সইফ। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। তবে দেশজুড়ে শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় বেবোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া। কেউ বলছেন, 'ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল করিনা। কতটা নির্লজ্জ!' আবার কারও মন্তব্য, 'দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনাজওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলেবদের কোনও দায়িত্ব নেই?' কেউ বা আবার 'গদ্দার' বলেও কটাক্ষ করেছেন বেবোকে। এককথায়, পহেলগাঁও আবহে ফরাজ মান্নানের ছবিতে পতৌদিদের বউমাকে দেখে নিন্দার ঝড় নেটপাড়াজুড়ে !

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও সন্ত্রাস হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদুনিয়াতে।
  • সেই আবহে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে ছবি তুলে মারাত্মক কটাক্ষের শিকার করিনা কাপুর খান।
  • ফরাজ মান্নান বেবোর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন- 'উইদ দ্য ওজি'।
Advertisement