shono
Advertisement
Karisma Kapoor- Sunjay Kapur

'অভিষেকের সঙ্গে বিচ্ছেদ হতেই অচেনা মানুষকে বিয়ে!', করিশ্মার ডিভোর্সের কারণ ফাঁস পরিচালকের

করিশ্মা প্রায় ভুলতে বসেছিলেন জীবনের চাওয়াপাওয়া।
Published By: Arani BhattacharyaPosted: 01:01 PM Jul 25, 2025Updated: 01:37 PM Jul 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ২০০৩, শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাপুরকন্যা করিশ্মা কাপুর। কিন্তু একেবারেই সুখের হয়নি তাঁর বিবাহিত জীবন। কাপুর পরিবারের আদরের লোলো বিয়ের পর বুঝেছিলেন ঠিক যেভাবে চেয়েছেন সেভাবে সংসার করার সুযোগ তিনি পাবেন না। সঞ্জয়ের সঙ্গে বিয়ের আগে অভিষেক বচ্চনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক। সেরে ফেলেছিলেন দু'জনেই বাগদান। কিন্তু শেষ অবধি সেই সম্পর্ক ছাদনাতলা অবধি পৌঁছায়নি। মন ভেঙেছিল উভয়েরই। এরপরই তড়িঘড়ি সঞ্জয়কে বিয়ে করেন করিশ্মা। কিন্তু সেই বিয়ে অভিনেত্রীর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। করিশ্মা প্রায় ভুলতে বসেছিলেন জীবনের চাওয়াপাওয়া। তাঁর জীবনের এই দিক নিয়ে এবার মুখ খুললেন পরিচালক সুনীল দর্শন। যাঁর সঙ্গে নিজের অভিনয় জীবনের বহু ছবি করেছেন করিশ্মা।

Advertisement

পরিচালক সুনীল দর্শন খুব কাছ থেকে চিনতেন, জানতেন লোলোকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অভিষেকের সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার কিছুদিনের মধ্যেই করিশ্মা সঞ্জয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসায় অনেকেই অবাক হয়েছিলেন। আমার মনে হয় এটা খুব ভুল সিদ্ধান্ত ছিল।" তিনি আরও বলেন যে, "বিয়ের পর করিশ্মা চেয়েছিল অভিনয় থেকে সরে সুখে শান্তিতে ঘরকন্না করতে। মন দিয়ে সংসার করতে। করিশ্মা সপ্তাহান্তে শনিবার গিয়ে গলফ খেলবে এমন মেয়ে ছিল না। ও ছুটির দিনে বা অবসরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসতো।"

করিশ্মাকে কি 'ট্রফি ওয়াইফ' হিসাবে দেখা হত? এই প্রশ্নের উত্তরে সুনীল দর্শন বলেন, "হ্যাঁ, আমিও এটা শুনেছি। আমার মনে হয় এখানেই সমস্যার সূত্রপাত। তাঁকে এমন এক পরিস্থিতিতে ফেলা হয়েছিল যেখানে সে মানিয়ে নিতে পারত। এমনকি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা তাঁর জন্য সহজ ছিল না। কারণ করিশ্মা এমন পরিবারে বেড়ে উঠেছে সেখান থেকে গিয়ে দিল্লির পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না। কারণ মুম্বই ও দিল্লির পরিবেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। করিশ্মার পরিবারের একটা নিজস্ব সংস্কৃতি ছিল। সে রাজ কাপুরের নাতনি। এমন এক ফিল্মি পরিবারে জন্মেছে যেখানে বৈভবের কোনও অভাব ছিল না। বাড়িতে একাধিক গাড়ি, সম্পত্তি সব থাকা সত্বেও এবং নিজে ওইসময় প্রথম সারির নায়িকা হয়া সত্বেও তাঁর মধ্যে কোনও দম্ভ ছিল না। তাই তাঁর জন্য দিল্লির জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ কখনই হয়নি।"

১২ জুন, বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তথা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। সঞ্জয়ের মৃত্যু ঘটে লন্ডনে। পোলো খেলতে খেলতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। কোটি কোটি টাকা খরচ করে হয়েছিল সেই বিয়ে। কিন্তু তা মোটেই সুখকর হয়নি। ২০১৪ সালে আলাদা হন তাঁরা। ২০১৬ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয় দু'জনের। বিচ্ছেদের পরে স্বামীর বিরুদ্ধে একাধিক গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন করিশ্মা। তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানকে বাবার থেকে আলাদা করেননি কাপুরকন্যা। ছুটি পেলেই সামাইরা এবং কিয়ানকে তাঁদের বাবার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে একাধিকবার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি বলেন, "অভিষেকের সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার কিছুদিনের মধ্যেই করিশ্মা সঞ্জয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসায় অনেকেই অবাক হয়েছিলেন।"
  • "রাজ কাপুরের নাতনি। এমন এক ফিল্মি পরিবারে জন্মেছে যেখানে বৈভবের কোনও অভাব ছিল না।"
  • "বাড়িতে একাধিক গাড়ি, সম্পত্তি সব থাকা সত্বেও এবং নিজে ওইসময় প্রথম সারির নায়িকা হয়া সত্বেও তাঁর মধ্যে কোনও দম্ভ ছিল না"
Advertisement