সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের 'মোস্ট এলিজেবল ব্যাচেলর'-এর তালিকায় কার্তিক আরিয়ানের নাম নিঃসন্দেহে শীর্ষে। সুদর্শন চেহারা। বক্স অফিস ফিগারেও অনেকের চেয়ে এগিয়ে। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ, সব মিলিয়ে পাত্র মন্দ নয় কার্তিক। উপরন্তু 'রুহ বাবা'র সুদর্শন চেহারায় এযাবৎকাল ঘায়েল হয়েছেন টিনসেল টাউনের অনেক নায়িকাই! তাই কার্তিকের 'প্রেমচর্যা' নিয়ে বরাবরই দর্শক-অনুরাগীমহলে কৌতূহল থাকে। অভিনেতার পাশে নতুন রমণী দেখলেই প্রশ্ন ওঠে, তবে কি কার্তিকের জীবনে উঁকি দিয়েছে নতুন বসন্ত? এবার গোয়ার সমুদ্র সৈকত থেকে ভাইরাল হওয়া ছবিও তেমন কৌতূহলই জাগিয়েছে।
সোমবার রাত থেকেই নেটভুবন তোলপাড় এক ছবি নিয়ে। গোয়ার সৈকতে রিল্যাক্স মুডে বসে একটি ছবি শেয়ার করেছিলেন কার্তিক আরিয়ান। অভিনেতার ফ্রেমে দেখা যায়, ধু-ধু করা বালুচড়ের মাঝে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই নেটপাড়ায় ফাঁস হয় এক রহস্যময়ীর ছবি। আর সেখানেই নাকি কার্তিকের ছবির সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়েছেন নেটবাসিন্দারা। তোয়ালের রং থেকে চেয়ারের প্যাটার্ন, সবটাই হুবহু মিলে গিয়েছে। অতঃপর দুটো ফ্রেম মিলিয়ে দুয়ে দুয়ে চার করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা। গুঞ্জন, এই রহস্যময়ী নারীর সঙ্গে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন 'রুহ বাবা'!
এদিকে ছবি ভাইরাল হতেই ওই লাস্যময়ীর ঠিকুজি-কুষ্ঠি খুঁজে বের করেছেন নেটবাসিন্দারা। ওই তরুণীর নাম করিনা কুবিলিওতে। আদতে নাকি গ্রিসের বাসিন্দা। এবং কার্তিককে বহু আগে থেকেই সোশাল মিডিয়ায় অনুসরণ করতেন। বর্তমানে পড়াশোনা করছেন মার্কিন মুলুকে। এদিকে বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হতেই করিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কমেন্টের ভিড়। কেউ কেউ তো আবার শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন। তাহলে কি অনন্যা পাণ্ডে, শ্রীলীলা অতীত?
