shono
Advertisement
Kiara Advani Don 3

'ডন ৩' থেকে সরলেন অন্তঃসত্ত্বা কিয়ারা! বিশ বাঁও জলে রণবীর সিংয়ের বিগবাজেট ছবি?

কোন নায়িকাকে দেখা যাবে রণবীর সিংয়ের 'ডন ৩' ছবিতে?
Published By: Sandipta BhanjaPosted: 08:32 PM Mar 05, 2025Updated: 08:32 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই কিয়ারা আডবাণীর (Kiara Advani) বৃহস্পতি তুঙ্গে! একের পর এক হিট ছবি উপহার দিয়ে বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি। তাই তো, ফারহান আখতারের 'ডন ৩'তে মুখ্য অভিনেত্রীর চরিত্রও গিয়েছিল তাঁর ঝুলিতে। তবে অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার ঘোষণা করেছেন। এবার শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ফারহানের 'ডন ৩'র প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি।

Advertisement

বলিউডের তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে 'ডন ৩' ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা আডবাণী। অভিনেত্রীর অনুরাগীরাও মুখিয়ে ছিলেন তাঁকে 'ডন' ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য। তবে বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, "কিয়ারা আডবাণী বর্তমানে 'টক্সিক' এবং 'ওয়ার ২' সিনেমার শুটিং গোটাতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ এই গোটা প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা। অতঃপর ইতিমধ্যেই 'ডন ৩'র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে।" অন্যদিকে, ২০২৬ সালে 'ধুম ৪'-এর শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তাঁর সন্তান আসতে চলেছে।

সম্প্রতি ইন্ডিয়া টুডে-র এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানিয়েছিলেন যে, চলতি বছরের শেষের দিকেই রণবীর সিংকে নিয়ে 'ডন ৩'র কাজ শুরু করবেন তিনি। খলনায়কের ভূমিকায় থাকছেন বিক্রান্ত মাসে। এবার শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হওয়ায় কিয়ারা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই এবার কোন নায়িকাকে দেখা যাবে এই চরিত্রে? নজর থাকবে সেদিকে।

প্রসঙ্গত, ফারহান আখতারের পরিচালিত 'ডন ৩' ছবিকে ঘিরে চর্চার অন্ত নেই। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের 'ডন' ছবিতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকতে চলেছে। আপাতত ছবির কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। ২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, “ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।” কিন্তু এবার দেখার, ‘ডন ৩’ ছবিতে কোন নায়িকাকে পাশে নিয়ে চমক দেন রণবীর সিং?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউডের তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে 'ডন ৩' ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা আডবাণী।
  • শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ফারহানের 'ডন ৩'র প্রস্তাব নাকচ করে দিয়েছেন কিয়ারা।
Advertisement