সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই মা হওয়ার সুখবর দিয়েছেন কিয়ারা আডবানি (Kiara Advani)। যার জেরে নায়িকা বর্তমানে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। নতুন ইনিংসের জন্য আলিয়া ভাট, শিল্পা শেট্টি, করিনা কাপুর খানের মতো বলিউডের পারদর্শী মায়েরা অনেকেই কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন। কেউ বা আবার উপদেশ দিয়েছেন হবু মাকে। তবে কিয়ারা কিন্তু মাতৃত্বকালীন বিরতি নেননি। শুক্রবার মা হওয়ার খবর দিয়েই শনিবার সাতসকালে সেটে পৌঁছে গিয়েছেন।

কাজ থেকে ছুটি নেই হবু মায়ের। এদিকে অভিনেত্রীকে সেটে ঢুকতে দেখে ফটোশিকারিরা তারস্বরে শুভেচ্ছা জানাতে থাকেন তাঁকে। তবে এদিন আর পাপারাজ্জিদের দেখে মুখ ফেরালেন না কিয়ারা। বরং পালটা হাসিমুখে কুশল মঙ্গল বিনিময় করতে দেখা গেল তাঁকে। অভিনেত্রীর পরনে সাদা শর্টস। ঢিলেঢালা শার্টের জন্য বেবিবাম্প বিশেষ চোখে পড়ল না। তবে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারাকে দেখে ততোধিক খুশি হলেন ফটোশিকারিরা। উল্লেখ্য, বলিউডের একাধিক অভিনেত্রীরা মাতৃত্বকালীন ছুটি নেননি এর আগে। সেই তালিকায় যেমন আলিয়া ভাট রয়েছেন, তেমনই দীপিকা পাড়ুকোনও রয়েছেন। সেই পথেই হাঁটলেন কিয়ারা আডবানিও। শনিবার মুম্বইয়ের এক স্টুডিওয় দেখা গেল অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে কিয়ারা, অতঃপর তাঁর উপর যে পাপারাজ্জিদের লেন্সের তাক থাকবে, সেটা বলাই বাহুল্য।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেললেন তাঁরা। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকাদম্পতি। শুক্রবার মা-বাবা হওয়ার সুখবর দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির মন্তব্য, ‘জীবনের সবথেকে দামি উপহার।’ সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট একজোড়া সাদা উলের মোজা। তারকাদম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরি সন্তান আসছে বলে জানালেন সিদ্ধার্থ-কিয়ারা। বাবা হওয়ার আনন্দে খুশিতে ডগমগ বলিউডের ‘শেরশাহ’ও। এর আগে জল্পনা শুরু হয়েছিল কিয়ারার পরনে এক পোশাক থেকে। তবে তখন সেটা ‘ভুয়ো খবর’ দাবি করে উড়িয়ে দেন অভিনেত্রী। এবার নিজেই জানালেন মা হওয়ার খবর।