shono
Advertisement
Kiara Advani

'তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ', সদ্যোজাত সন্তানকে খোলা চিঠি কিয়ারার

সন্তানকে খোলা চিঠি লিখলেন কিয়ারা।
Published By: Arani BhattacharyaPosted: 12:07 PM Aug 10, 2025Updated: 12:44 PM Aug 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হয়েছেন বলি অভিনেত্রী কিয়ারা আডবানি। ১৫ জুলাই তাঁর কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন জীবনের এই নতুন ইনিংস। মাতৃত্বের এই জার্নি যে তাঁর কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই বুঝিয়ে দিচ্ছে তিনি। এবার সেই নিয়েই আরও একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী সোশাল মিডিয়ায়।

Advertisement

শনিবার ভোররাতে একটি আদুরে পোস্ট শেয়ার করেন নিজের নতুন এই জার্নি নিয়ে কিয়ারা। সেই পোস্টে তিনি লেখেন, 'আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।' বোঝার অপেক্ষা রাখে না যে, এই পোস্ট তাঁর সন্তানকে নিয়ে শুরু হওয়া নতুন জার্নিকেই বোঝাতে চেয়েছেন কিয়ারা। উল্লেখ্য, মা হওয়ার পর ১ আগস্ট ছিল কিয়ারার প্রথম জন্মদিন। ৩৪ বছরে পা রাখেন কিয়ারা আডবানি। ভাগ করে নিয়েছিলেন সেই অনুভূতিও নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে। অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’

২০২৩ সালে চারহাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই সেলেব কাপল। তারপর থেকেই সিড-কিয়ারার অনুগামীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নেন সিদ্ধার্থ-ঘরনি। মাতৃত্বের এই পথচলাও রীতিমতো উপভোগ করেছেন তিনি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন নায়িকা। এবার দুই থেকে তিন হলেন তাঁরা। সামনেই মুক্তি পাবে কিয়ারার নতুন ছবি 'ওয়ার ২'। যা মা হওয়ার পর কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য মা হয়েছেন বলি অভিনেত্রী কিয়ারা আডবানি। ১৫ জুলাই তাঁর কোল জুড়ে এসেছে কন্যাসন্তান।
  • অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন জীবনের এই নতুন ইনিংস।
  • মাতৃত্বের এই জার্নি যে তাঁর কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই বুঝিয়ে দিচ্ছে তিনি।
Advertisement