সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের শহরে জমে উঠেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার ছুটির দিনে জমজমাট ছিল নন্দন চত্বর। ছুটির দিনে হল সিনেপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন 'দ্য শেমলেস', 'দ্য রুম নেক্সট ডোর', 'পরমা' দেখতে। একগুচ্ছ আন্তর্জাতিক এবং আঞ্চলিক নানা ভাষার সিনেমা নিয়ে যে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2024) যে জমে ক্ষীর, তা গত চারদিনের দৃশ্যই বলে দিচ্ছে। পঞ্চম দিনের চমক হিসেবে কোন প্রেক্ষাগৃহে, কোন ছবিগুলো থাকছে? ঝটপট জেনে নিন।
সকাল ৯টায় নন্দন-১ এ থাকছে বিদেশি ছবি 'টক্সিক'। এখানেই সন্ধে সাতটায় পরিচালকদ্বয় ম্যাথিউ ডেলাপোর্টে এবং আলেকজান্ডার অফ লা পাটেলিয়ারির সিনেমা 'দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো' দেখানো হবে। নন্দন ২-তে সকাল ১১টায় থাকছে নীরদ মহাপাত্রের 'মায়া মৃগ'। বিকেল ৫টায় নন্দন ৩-এ দেখানো হবে শোভন তরফদার পরিচালিত শর্টফিল্ম 'ব্লাইন্ড স্পট'।
'দ্য শেমলেস' সিনেমা
সোমবার ফিল্মোৎসবের পঞ্চম দিনে রবীন্দ্র সদনে দুপুর দেড়টায় দেখানো হবে বাংলা প্যানোরমা 'ভানু'। এখানেই সন্ধে সাড়ে ৬টায় রয়েছে অভিজিৎ চৌধুরী পরিচালিত বাংলা প্যানোরমা 'ধ্রুবর আশ্চর্য জীবন'। এদিকে চতুর্থ দিনে দেখানো কানজয়ী 'দ্য শেমলেস' পঞ্চম দিনে নজরুল তীর্থ ১-এ থাকছে সকাল ১১টায়। নবীনা সিনেমা হলে সকাল ৯টায় দেখানো হবে 'দ্য গার্ল উইথ দ্য নিডল'। রবীন্দ্র ওকাকুরা ভবনে বেলা দেড়টায় থাকছে বহুল প্রসংশিত সিনেমা 'জগন'। নজরুল তীর্থ-২ তে দেখানো হবে পরমব্রত পরিচালিত 'এই রাত তোমার আমার'।