shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

‘মধ্যবিত্তদের হিরো’, শাহরুখই লড়াইয়ের অনুপ্রেরণা আর জি করের কিঞ্জলের

কী লিখলেন আর জি কর আন্দোলনের লড়াকু ডাক্তার?
Published By: Sandipta BhanjaPosted: 04:21 PM Nov 02, 2024Updated: 04:44 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের জীবনদর্শন বরাবর ছাপোষা, মধ্যবিত্তদের জীবনীশক্তি চাঙ্গা করার টনিক। দিল্লি থেকে মুম্বইতে আসা ছেলেটি 'ইন্ডাস্ট্রির বহিরাগত' হয়েও আজ বলিউড সাম্রাজ্যের বাদশা। দাঁতে দাঁত চেপে জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ সম্রাট। অনুরাগীদের কাছে প্রকৃত কিংবদন্তী। ২ নভেম্বর বাস্তবের সেই হিরোকেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিঞ্জল নন্দ।

Advertisement

লড়াইয়ের জেরেই শাহরুখ খান আজ হিট-ফ্লপ, ব্লকবাস্টার কিংবা বক্স অফিস ফিগারের উর্ধ্বে। পাঁচ বছর বাদে প্রত্যাবর্তন করেও যিনি ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রির রাশ একা হাতে টেনে ব্যবসার মুখ দেখিয়েছেন, বাস্তবেই লড়াইয়ের আরেক নাম শাহরুখ। আর জি কর আবহে ডাক্তার অভিনেতা কিঞ্জল নন্দর লড়াইও দেখেছে গোটা বাংলা। আন্দোলনে প্রথম দিন থেকেই প্রথম সারিতে দাঁড়িয়ে প্রতিবাদী আওয়াজ তুলেছিলেন কিঞ্জল নন্দ। সরকারি হাসপাতালে তরুণী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে কিঞ্জল নিজেই আন্দোলনের ডাক দিয়েছিলেন। বলা যায়, এই আন্দোলনের অন্যতম কাণ্ডারী তিনি। সেই আবহেই পর্দার নায়ক 'বাস্তবের নায়ক' হয়ে ওঠেন। এবার তাঁর মুখেই শাহরুখ খানের লড়াইয়ের কথা।

কিঞ্জল ফেসবুকে লিখেছেন, "আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ছেলেদের কাছে আপনি হিরো, লড়াইয়ের হিরো।" দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে লড়াই চালিয়ে যাওয়ার এই অনুপ্রেরণা সম্ভবত তিনি শাহরুখের মধ্যেই খুঁজে পেয়েছেন। চিকিৎসক অভিনেতার পোস্টে অন্তত সেরকমই ইঙ্গিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২ নভেম্বর বাস্তবের হিরো শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিঞ্জল নন্দ।
  • কিঞ্জল ফেসবুকে লিখেছেন, "আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ছেলেদের কাছে আপনি হিরো, লড়াইয়ের হিরো।"
Advertisement