shono
Advertisement
Koushani Mukherjee Killbill Society

'তুই অভিনয় শিখে গেছিস', 'কিলবিল সোসাইটি' দেখে আবেগপ্রবণ কৌশানীর বাবা, দিলেন 'সেরা' সার্টিফিকেট

'নতুন কৌশানীকে দেখে আসুন', সৃজিতের ছবি দেখে আর্জি কৌশিক গঙ্গোপাধ্যায়েরও।
Published By: Sandipta BhanjaPosted: 02:47 PM Apr 12, 2025Updated: 02:47 PM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার অভিনেতারা বর্তমানে পর্দার চরিত্র নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্নস্বাদের সিনেমায় দেখা যাচ্ছে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তাঁরা দর্শকদের নজর কাড়ছেন, তেমন সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন। সেই তালিকায় অবশ্য তেইশ সালেই নাম লিখিয়ে ফেলেছিলেন কৌশানী মুখোপাধ্যায়। শুক্রবার মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'তেও অভিনয়ের জোড়ে সকলের মন কাড়লেন নায়িকা। এমনকী মেয়ের অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ কৌশানীর বাবা রানা মুখোপাধ্যায়ও।

Advertisement

রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়' সিরিজ থেকেই ছক ভাঙা শুরু করে কৌশানী মুখোপাধ্যায়। 'মোহিনী মা'য়ের চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সেই সিরিজে অভিনেত্রীর ক্যারাটের মারপ্যাঁচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। শুধু তাই নয়, মোহিনী মায়ের চরিত্রের জন্য ঠিক যেরকম বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল, সেরকমটাই রপ্ত করেছিলেন কৌশানী। তাঁর ফিল্মি কেরিয়ারে 'বহুরূপী' নিঃসন্দেহে একটা মাইলস্টোন। সেটা অবশ্য ‘আবার প্রলয়’-এর হাত ধরেই। গত পুজোয় নন্দিতা-শিবপ্রসাদের 'বহুরূপী'তে তাঁর অভিনীত 'ঝিমলি' সকলের ভালোবাসা কুড়িয়েছিল। এবার সৃজিতের ফ্রেমে 'কিলবিল সোসাইটি'তেও ডিগ্ল্যাম চরিত্রে বাজিমাত করলেন পর্দার পূর্ণা। যে কোনও সন্তানের কাছে বাবা-মায়ের তরফে প্রশংসা পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। কৌশানীও তার ব্যতিক্রম নন। শুক্রবার 'কিলবিল সোসাইটি' দেখে প্রেক্ষাগৃহে যখন সকলের সামনেই মেয়েকে 'সেরা' সার্টিফিকেট দিলেন বাবা, তখন আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী নিজেও। মেয়েকে আদর করে বাবা বলেন, "তুই অভিনয় শিখে গেছিস।"

বছর চারেক আগে অতিমারী পর্বে মা সঙ্গীতা মুখোপাধ্যায়কে হারিয়েছেন কৌশানী। মাকে হারানোর সেই কাতর যন্ত্রণার স্মৃতিচারণ করেই সৃজিতের ফ্রেমে পর পর শট দিয়েছেন অভিনেত্রী। প্রেক্ষাগৃহের পর্দায় যে ইমোশনাল দৃশ্য দেখে আবেগপ্রবণ পড়েন তাঁর বাবাও। অতঃপর সিনেমা শেষ হতেই মেয়েকে বুকে টেনে নিয়ে অভিনয়ের প্রশংসা করেন। বাবাকে জড়িয়ে ধরে প্রয়াত মায়ের কথা মনে করে কৌশানীকে বলতে শোনা যায়, "আজকে মা খুব খুশি হবে। আমার বাবা প্রশংসা করছেন, এটাই আমার কাছে সেরা কমপ্লিমেন্ট।" অন্যদিকে 'নতুন কৌশানীকে দেখে' আসার আর্জি জানিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

এইমুহূর্তে কৌশানী মুখোপাধ্যায় তাঁর কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সংবাদ প্রতিদিন-কে অভিনেত্রী এপ্রসঙ্গে জানিয়েছেন, "২০১৮ সালও একটা ভালো ফেজ ছিল। যে সব হিরোদের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, হয়েছিল। তারপর আমি একটা ডাউনফল দেখেছি। কিছুদিন বিরতি নিয়েছি। তারপরে প্রত্যেক বছর একবারই কাজ করেছি। তবে ওই শেষ এক-দু’বছরের কাজের ভিত্তিতেই ‘কিলবিল সোসাইটি’ এসেছে আমার জীবনে। এই জার্নি আমাকে শিখিয়েছে, ধৈর্য রাখতে হবে। এই বেস্ট ফেজ-টা যাতে আরও অনেক দিন টেকে, কারও যেন নজর না লাগে সেই দিকে দেখতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়' সিরিজ থেকেই ছক ভাঙা শুরু করে কৌশানী মুখোপাধ্যায়।
  • শুক্রবার মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'তেও অভিনয়ের জোড়ে সকলের মন কাড়লেন নায়িকা।
  • এমনকী মেয়ের অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ কৌশানীর বাবা রানা মুখোপাধ্যায়ও।
Advertisement