সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেকি! এই পুজোয় নাকি সিঙ্গল অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়! হঠাৎ এই খবর চাউর হতেই টলিপাড়ায় ঢি ঢি পড়ে গিয়েছে। অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে যে কৌশানী (Koushani Mukherjee) সম্পর্কে রয়েছেন তা তো সবারই জানা। তা সত্ত্বেও কেন এই পুজোয় সিঙ্গল অভিনেত্রী?
আসলে কৌশানী সিঙ্গল নন। বনির সঙ্গে তাঁর সম্পর্ক এক্কেবারে মজবুত রয়েছে। তবে এই পুজোয় একটি পুজোর গানে দেখা যাবে কৌশানীকে। আর সেই পুজোর গানের নামই হল 'সিঙ্গল লাইফ'। আর তা নিয়েই শুরু হয়েছে ইতিমধ্যেই উন্মাদনা। কারণ পুজো মানে নতুন জামা, আডদা, খাওয়াদাওয়া, হুল্লোড় আর পুজোর গান। সেইরকমই এক পুজোর গান নিয়ে এবার আসছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের এই গান পুজোয় উপহার পাবেন দর্শক-শ্রোতারা। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন করণ আরিয়ান। ইতিমধ্যেই শেষ হয়েছে এই গানের রেকর্ডিং। চলতি মাসেই শুরু হবে এই গানের শ্যুটিং। তবে এখানেই চমকের শেষ নয়। শোনা যাচ্ছে পুজোর এই গানের ক্রিয়েটিভ ডিরেকটর হিসাবে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তাঁর নতুন এই কাজ নিয়ে বলেন, "পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই 'সিঙ্গল লাইফ'। এই গান দর্শকদের মন কেড়ে নেবে বলেই আমি আশা রাখছি।"
