ফি হপ্তায় টিআরপি মার্কশিটে ঝকঝকে নম্বর থাকে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল 'রাঙামতি তীরন্দাজ'-এর। টেলিদর্শকদের অন্দরমহলে ইতিমধ্যেই প্রিয় বউমা হিসেবে নাম লিখিয়েছে রাঙামতি। কিন্তু এবার সেই তীরন্দাজি বউমার কাণ্ড-কারখানাতেই কিনা হাসির রোল নেটভুবনে! ঠিক কী ঘটেছে?
সংশ্লিষ্ট চ্যানেলের অফিশিয়াল পেজে সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'রাঙামতি তীরন্দাজ'-এর নতুন প্রোমো। আর সেই ঝলক দেখেই হেসে খুন দর্শকমহল। সেই প্রোমোয় দেখা যাচ্ছে, অদ্ভূতদর্শন কিছু প্রাণী (এলিয়ান) মহাকাশযানে করে সীমান্ত এলাকার কোনও গ্রামে নেমেছে। আর সেই ভিনগ্রহীদের আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা একের পর এক গ্রাম ফাঁকা করে দিচ্ছেন। এদিকে এলিয়ানদের শায়েস্তা করতে বিশেষ টাস্ক ফোর্স নিয়ে প্রস্তুত স্থানীয় প্রশাসন। যে টিমে ঠাঁই হয়েছে তীরন্দাজি বউমা রাঙামতিরও। ভিনগ্রহী প্রাণীদের জব্দ করতে আদা-জল খেয়ে মিলিটারি ট্রেনিংয়ে নেমে পড়েছেন সিরিয়ালের নায়িকা। যে টাস্ক ফোর্স টিমের প্রধান আবার রাঙামতির শাশুড়ি। আর প্রোমোর এহেন ঝলকেই হাসির রোল নেটভুবনে।
'জানা অজানার মাঝে- রাঙামতি তীরন্দাজ' -এর বিশেষ পর্বে দেখানো হবে এহেন ঘটনা। তার প্রাক্কালেই প্রোমো দেখিয়ে দর্শকমহলের পেটে খিল ধরালেন নির্মাতারা। কারও কথায়, 'রাঙামতি কি এবার তীর মেরে ভিনগ্রহীদের তাড়াবে?' কেউ বা আবার বলছেন, 'খবর পেলাম, 'মঙ্গল গ্রহে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা সিরিয়াল।' কারও বা কটুক্তি, 'এ যে সে সিরিয়াল নয় লা, এ যে দেখি কিরণমালা ২...' এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটপাড়া। এর আগেও অবশ্য এহেন আজগুবি চিত্রনাট্যের জেরে ট্রোলড হতে হয়েছে বহু বাংলা ধারাবাহিককে। এবার সেই তালিকাতেই নাম লেখাল 'রাঙামতি তীরন্দাজ'।
নিন্দুকদের কথায়, সিরিয়ালের গল্পের গরু গাছে উঠলেও, সেটাই গপগপিয়ে গিলছেন দর্শকরা! পারিবারিক কাহিনি, অর্ধভৌতিক থেকে পৌরাণিক কাহিনি, সব ধরনের কাহিনি দেখারই সুযোগ মেলে এসব ধারাবাহিকে। তবে, অতিরঞ্জিত ভাবনাই এখন মূল উপকরণ হয়ে উঠেছে এসব ধারাবাহিকের, এমনটাই মত ধারাবাহিক বিদ্বেষীদের। যার ফলে যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের উপর। সোশাল মিডিয়ায় হতে হয় ট্রোলের শিকার। সম্প্রতি, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে 'রাঙামতি তীরন্দাজ'-এর একটি প্রোমো। যা বর্তমানে নেটিজেনদের হাসির খোরাক।
