shono
Advertisement
Madhumita Sarcar

'তুমিই আমার শান্তির আশ্রয়', কুয়াশামাখা পাহাড়ের কোলে প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক মধুমিতা

প্রেমিক দেবমাল্যকে নিয়ে সিকিম ট্যুরে মধুমিতা সরকার।
Published By: Sandipta BhanjaPosted: 07:44 PM Mar 11, 2025Updated: 07:53 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের বয়স মোটে পাঁচ বছর। তবে মধুমিতা-দেবমাল্য তাঁদের একে-অপরের কাছে সবথেকে 'নিশ্চিন্ত আশ্রয়'। গত পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। তাঁর জীবনে এখন 'নতুন বসন্তে'র ছোঁয়া। মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন ইতি-উতি ঘুরতে। এবার মধুমিতা-দেবমাল্যর গন্তব্য সিকিমে। চুটিয়ে পাহাড়ে ঘুরছেন। সেখান থেকেই প্রেমিকের উদ্দেশে খোলা চিঠি লিখলেন মধুমিতা সরকার।

Advertisement

সিকিম থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মধুমিতা। কখনও দেবমাল্যর নৈশভোজের ছবি ফ্রেমবন্দি করেছেন তিনি, তো কখনও বা আবার কুয়াশামাখা পাহাড়ের কোলে একে-অপরের কাঁধে মাথা দিয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন। মাখোমাখো রসায়নে তাঁদের রোম্যান্টিক পাহাড়ি ট্যুর যে জমে ক্ষীর, তা বেশ বোঝা গেল। সুখস্মৃতি শেয়ার করে মধুমিতা লিখেছেন, "কোথায় যাচ্ছেন? সেটা বড় কথা নয়, ঘুরতে যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কার সঙ্গে জায়গাগুলো আবিষ্কার করছেন। আমাদের ট্যুরের কিছু অবিস্মরণীয় মুহূর্ত রইল। চোরাপথ থেকে শুরু করে ব্যস্ত শহর, তুমিই আমার নিশ্চিন্ত আশ্রয়। তুমিই আমাকে জগৎ চিনিয়েছ।" মধুমিতার পোস্টের কমেন্ট বক্সে পালটা ভালোবাসা জানিয়েছেন দেবমাল্য চক্রবর্তী। পেশায় ইঞ্জিনিয়ার বেশ রসিক স্বভাবেরও। খুনসুঁটি করে অভিনেত্রী প্রেমিকাকে প্রকাশ্যেই জিজ্ঞেস করলেন, "কিন্তু বিনি টুপিটা কবে ফেরত পাব?"

'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। 'পরিবর্তন', 'লাভ আজ কাল পরশু', 'চিনি', 'দিলখুশ', 'সূর্য', 'কুলের আচার'-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। এর পর কেরিয়ারে মন দেন অভিনেত্রী। তবে গতবছর পুজোতেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা।

মধুমিতার পোস্ট থেকেই জানা যায়, অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। জানা যায়, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। সম্ভবত আইটি সেক্টরে কাজ করেন। এর আগে মধুমিতা জানিয়েছিলেন, তাঁর ও দেবমাল্যর সম্পর্ক খুব বেশি দিনের নয়। বিয়ের কথাও এখন ভাবছেন না তাঁরা। প্রেমিক কী করেন? সে বিষয়েও কিছু জানাতে চাননি মধুমিতা। কথাটি আপাতত গোপনই রাখতে চাইছেন তিনি। তবে দুজনের যে বেশ মিল রয়েছে, তা বেশ বোঝা যায় তাঁদের সোশাল মিডিয়ার পোস্ট দেখলেই। হাতে হাত। চোখে চোখ। একে-অপরের ভালোবাসার আশ্রয়, এভাবেই যেন ভালোবাসার নতুন পথে অগ্রসর হয়েছে দেবমাল্য-মধুমিতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার মধুমিতা-দেবমাল্যর গন্তব্য সিকিমে। চুটিয়ে পাহাড়ে ঘুরছেন।
  • সেখান থেকেই প্রেমিকের উদ্দেশে খোলা চিঠি লিখলেন মধুমিতা সরকার।
  • সিকিম থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মধুমিতা।
Advertisement