shono
Advertisement
Mainak Bhaumik

জেন-জি ও মিলেনিয়ালদের বদলে যাওয়া সময় নিয়ে মৈনাকের ছবি 'মেড ইন কলকাতা', কবে শুরু শুটিং?

অগোছালো জীবনযাপনে অভ্যস্ত কিছু মানুষের জীবন নিয়ে এই ছবির গল্প।
Published By: Arani BhattacharyaPosted: 02:14 PM Aug 29, 2025Updated: 02:16 PM Aug 29, 2025

বিদিশা চট্টোপাধ্যায়: পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে সবসময় দেখা যায় সম-সময়ের নানা প্রাসঙ্গিক বিষয়। এবার তাঁর নতুন ছবির বিষয়বস্তু জেন-জি ও মিলেনিয়ালরা। বর্তমান সময়ে এই শহর কলকাতায় যাদের জীবনের নানা ওঠাপড়া, পরিবর্তন এবং সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হবে। ছবির নাম ‘মেড ইন কলকাতা’। গোটা পৃথিবীর নিরিখে ক্রমশ পরিবর্তনশীল শহর কলকাতাও। বদলে যাওয়া সময়ের এই জেনারেশনের পালস ধরতে চেয়েছেন পরিচালক। এর আগেও মৈনাক নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে শহুরে জীবন তুলে ধরেছিলেন ‘আমরা’ এবং ‘বেডরুম’ ছবিতে। পরিচালকের সংবেদনশীল দৃষ্টিতে উঠে এসেছিল সেই সময়ের শহুরে জীবন এবং সম্পর্কের জটিলতা। এবারও আশা করা যায় তার ব্যাতিক্রম হবে না।

Advertisement

‘মেড ইন কলকাতা’য় রয়েছেন একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন অঙ্গনা রায় এবং তাঁর বিপরীতে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত। জুটি হিসাবে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় ও ঐশ্বর্য সেনকে। পাশাপাশি অন‌্য জুটি হলেন সপ্তর্ষি মৌলিক এবং মেঘা চৌধুরি। এছাড়া ছবিতে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য, শিঞ্জিনী চৌধুরি, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায় এবং একটি বিশেষ ভূমিকায় নন্দিনী চট্টোপাধ্যায় প্রমুখ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সিচুয়েশনশিপ, ফ্রিল্যান্স করলে সময়মতো ইনভয়েস ক্লিয়ার না হওয়ার যন্ত্রণা, এই যাবতীয় সমস্যা– যা নিয়ে বর্তমান প্রজন্মের রোজকার লড়াই, তেমন বিষয় তুলে ধরবেন মৈনাক এই ছবিতে। অগোছালো জীবনযাপনে অভ্যস্ত কিছু মানুষের জীবন নিয়ে এই ছবির গল্প। যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

জীবনের অনিশ্চয়তা যাঁদের পিছু ছাড়ে না, তাঁরা শহর থেকে পালিয়ে বেড়াতে চায়। শহর কলকাতার সঙ্গে তাঁদের মিঠে-কড়া সম্পর্ক। একই সঙ্গে রয়েছে শহুরে-নির্জনতা, একাকিত্ব, না ভুলতে পারার যন্ত্রণা। এবং এই অস্থির সময়েও রয়েছে স্বপ্ন দেখার মন। এই সব নিয়েই গল্প বুনেছেন মৈনাক ভৌমিক। শুধু তাই নয় এই ছবির গানও বাঁধবেন এই প্রজন্মেরই বেশ কয়েকজন সুরকার। বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখেই তৈরি করা হবে ছবির গান। ‘এখনকার কলকাতা তো শুধু একটা শহর নয় যেখানে কেবল বাঙালিরা থাকে। আমরা এখন গ্লোবাল জগতের মধ্যে ঢুকে পড়েছি। এবং এই ইন্টারনেট আসার পরবর্তী যে প্রজন্ম, যারা গ্লোবালাইজেশনের মধ্যে বড় হয়েছে তাদের প্রেম, সম্পর্ক, জীবনের ক্রাইসিস, ভালো- খারাপ, জীবন দর্শন, মানসিকতা– এই সব কিছুর প্রতি জাজমেন্টাল না হয়ে সোশিওলজিকালি দেখার চেষ্টা করেছি এই ছবিতে। কেউ কেউ হয়তো বলবেন, এরা এইরকম কেন! আমি বলতে চাই এরা এইরকমই’, জানালেন মৈনাক ভৌমিক। ‘প্রয়াস’ এবং ‘স্টুডিও ব্লটিং পেপার’-এর যৌথ প্রযোজনায় ‘মেড ইন কলকাতা’র শুটিং শুরু হবে সেপ্টেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে সবসময় দেখা যায় সম-সময়ের নানা প্রাসঙ্গিক বিষয়। এবার তাঁর নতুন ছবির বিষয়বস্তু জেন-জি ও মিলেনিয়ালরা।
  • বর্তমান সময়ে এই শহর কলকাতায় যাদের জীবনের নানা ওঠাপড়া, পরিবর্তন এবং সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হবে।
  • ছবির নাম ‘মেড ইন কলকাতা’। গোটা পৃথিবীর নিরিখে ক্রমশ পরিবর্তনশীল শহর কলকাতাও।
Advertisement