shono
Advertisement

Breaking News

Malika Arora

হঠাৎ হাসপাতালে মালাইকা, এনরিকের কনসার্ট মাতিয়েই অসুস্থ?

আচমকাই কী হল অভিনেত্রীর?
Published By: Sandipta BhanjaPosted: 03:43 PM Oct 30, 2025Updated: 03:46 PM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধসন্ধ্যায় যোগ দেন এনরিক ইগলেসিয়াসের 'হাইভোল্টেজ' কনসার্টে। ইতিমধ্যেই সেখান থেকে মালাইকা অরোরার শরীরী হিল্লোলের একাধিক ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে নেটভুবনে। যা দেখে মালাইকা-মোহে বুঁদ অনুরাগীরাও! আর তার বারো ঘণ্টা কাটতে না কাটতেই হাসপাতালে ছুটতে হল মালাইকাকে। আচমকাই কী হল অভিনেত্রীর?

Advertisement

বৃহস্পতিবার সকালে ছেলে আরহান খানকে নিয়ে লীলাবতী হাসপাতালে দেখা যায় মালাইকাকে। পরনে কালো ট্র্যাকস্যুট, জ্যাকেট। হাতে জলের বোতল। মাস্কে ঢাকা মুখ। চেহারায় মেকআপের লেশমাত্র নেই। এমতাবস্থাতেই আলুথালুভাবে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় মা-ছেলেকে। ছবিশিকারীরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। যা কিনা বর্তমানে নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। আর সেই ভিডিও দেখে কৌতুহলীদের প্রশ্ন, 'সব ঠিক আছে তো?' আবার কেউ বা এনরিকের জলসার কথা মনে করিয়ে প্রশ্ন ছুড়লেন, 'এই তো গতকাল সন্ধেয় দেখলাম বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করতে। আচমকাই কী হল?'

বলিউড মাধ্যম সূত্রে খবর, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন মালাইকা। যদিও অভিনেত্রীর টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে খবর, গুরুতর কিছু নয়! উল্লেখ্য, বুধবার রাতে বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে রকুলপ্রীত সিং, জ্যাকি ভাগনানিদের সঙ্গে দেখা যায় মালাইকাকে। পরনে সাদা ট্যাঙ্ক টপ, খোলা চুলে পঞ্চাশেও তাঁর যৌন আবেদন যেন দশ গোল দেয় বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের। তবে বৃহস্পতিবার লীলাবতী হাসপাতালে মালাইকাকে দেখে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধসন্ধ্যায় যোগ দেন এনরিক ইগলেসিয়াসের 'হাইভোল্টেজ' কনসার্টে।
  • তার বারো ঘণ্টা কাটতে না কাটতেই হাসপাতালে ছুটতে হল মালাইকাকে। আচমকাই কী হল অভিনেত্রীর?
Advertisement