সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষ সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মালয়ালম অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াসের। যদিও তিনি ওই অভিনেতার নাম করেননি। তবে দাবি করেছেন, তিনি মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করছিলেন যা তাঁকে চরম অস্বস্তিতে ফেলছিল। অনলাইনে একটি আলোচনায় একথা জানিয়ে তিনি সাফ জানিয়েছেন, সেই থেকে নেশাচ্ছন্ন অবস্থায় থাকা কারও সঙ্গে অভিনয় করা থেকে পিছু হটেছেন বারবার। হয়তো সেজন্য সুযোগ পাওয়া কমেছে। তবুও তিনি নিজের অবস্থান থেকে সরতে রাজি নন। তাঁর এহেন দাবি ঘিরে বিতর্ক ঘনিয়েছে।

এক অনুষ্ঠানে যোগ দিতে কেরলের পাল্লিপ্পুরমের চার্চে এসেছিলেন ওই অভিনেত্রী। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ''আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে আমার কাছে এসেছে, আমি তাঁর সঙ্গে কাজ করব না।'' পরে তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে এই বিষয়ে বিশদে কথা বলতে দেখা যাচ্ছে। সেই অভিনেতার নাম না করে ভিন্সি বলেন, ''আমি একটি ছবি করছিলাম। সেই সময় ছবির প্রধান অভিনেতার সঙ্গে আমার একটি অভিজ্ঞতা হয়। উনি মাদক নিয়েছিলেন এবং সম্পূর্ণ অসঙ্গত আচরণ করছিলেন। সেই অভিজ্ঞতা এমনই ছিল যে, আমার পক্ষে ওঁর সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।''
ঠিক কেমন আচরণ? এবিষয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ''আমার পোশাক নিয়ে একটা সমস্যা হয়েছিলব। আমি সেটা ঠিক করতে চাইছিলাম। কিন্তু উনি আমার কাছে আসতে চাইছিলেন। বলছিলেন, আমি তোমাকে সাহায্য করব। এবং সেটা বলছিলেন সকলের সামনে। এতে আমি প্রবল অস্বস্তিতে পড়ছিলাম।'' সেই সময় ওই অভিনেতার মুখ থেকে কোনও সাদা দ্রব্য বেরিয়ে আসছিল বলেও দাবি ভিন্সির। যা উল্লেখ করে তাঁর দাবি, এর থেকেই স্পষ্ট সেই সময় ওই অভিনেতা নেশাচ্ছন্ন অবস্থায় ছিলেন।
তিনি জানাচ্ছেন, এরপর থেকে ওই অভিনেতা কিংবা অন্য নেশাচ্ছন্নদের সঙ্গে কাজ না করারই সিদ্ধান্ত নেন তিনি। যদিও এর ফলে কাজ হারাতে হয়েছে তাঁকে। ভিন্সির কথায়, ''সম্ভবত এই সিদ্ধান্তের কারণে আমি খুব বেশি ছবিতে সুযোগ পাই না। কিন্তু আমি তবুও সরাসরি বলে দিতে চাই, আমি যদি বুঝি কেউ নেশা করেছে, তাহলে তাঁর সঙ্গে আমি ছবির কাজ করব না।''