সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তবের গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল 'মার খেয়েছিল' লাল ফৌজ। এবার সলমন খানের 'ব্যাটেল অফ গালওয়ান'-এর ঝলকে সে দৃশ্য দেখে ফুঁসে উঠল বেজিং। ২৭ ডিসেম্বর, সদ্য জন্মদিনে ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন। আর তা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছে চিন। চিনা সংবাদমাধ্যমে 'ব্যাটেল অফ গালওয়ান'-এর বিরুদ্ধে তথ্য বিকৃত, এমনকী অতিরঞ্জিত করার অভিযোগ আনা হয়েছে।
সেই প্রতিবেদনে উল্লেখ, "কোনও অতিনাটকীয় সিনেমা কোনও দেশের পবিত্র সার্বভৌমত্বকে কলুষিত করতে পারে না। সলমন খান অভিনীত সিনেমায় ২০২০ সালের গালওয়ান সংঘাতের তথ্য বিকৃত করা হয়েছে।" সংশ্লিষ্ট প্রতিবেদনে গালওয়ান উপত্যকায় শহিদ হওয়া কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর বীরত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, "চিনের নেটিজেন থেকে দর্শকমহল মোটেই 'ব্যাটেল অফ গালওয়ান'-এর ঝলক ভালো মনে নেয়নি। বরং, গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি সিনেমার টিজার দেখে ব্যঙ্গ-বিদ্রুপ করে অতিনাটকীয় বলে তোপ দেগেছে।" এখানেই অবশ্য শেষ নয়! সলমনের ছবিকে জাতীয়বাদ উসকানির 'অস্ত্র' বলেও অভিহিত করা হয়েছে ওই প্রতিবেদনে। লেখা হয়েছে, "বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চীনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে।" সবমিলিয়ে মুক্তির প্রাক্কালেই চিনের নিশানায় সলমনের 'ব্যাটেল অফ গালওয়ান'।
শনিবার ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার শেয়ার করেই মহাচমক দেন সলমন। পয়লা ঝলক শুরুই হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনি নিয়ে ‘কর্নেল বিকুমল্লা’ রূপী সলমন আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চিন সীমান্তে। যেখানে এক গাছের গুড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা যায় ভাইজানকে! পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। আর সেসব দেখেই ফুঁসছে বেজিং। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।
