shono
Advertisement

Breaking News

Masaba Gupta

মাসাবার মেয়ে 'মাতারা', হিন্দুশাস্ত্রে ভিভ রিচার্ডের নাতনির নামের মাহাত্ম্য জানেন?

বিশেষ দিনে মেয়ের নামকরণ মাসাবা গুপ্তার।
Published By: Sandipta BhanjaPosted: 03:37 PM Jan 13, 2025Updated: 03:37 PM Jan 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে মহারাষ্ট্রের লহরী উৎসব, অন্যদিকে বাঙালিদের পৌষ সংক্রান্তি। ঠিক এমন এক শুভক্ষণেই মেয়ের নামকরণ করলেন মাসাবা গুপ্তা (Masaba Gupta)। অক্টোবর মাসে পুজোর মরশুমেই মাসাবার কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে কন্যাসন্তান। নবরাত্রির আবহে নাতনির আদুরে ঝলক দেখিয়েছিলেন নীনা গুপ্তা। এবার উৎসবের দিনেই খুদে সদস্যের নামকরণের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হল।

Advertisement

মেয়ের নাম সাধ করে 'মাতারা' রেখেছেন মাসাবা গুপ্তা। সোমবার 'লহরী'র দিন অভিনবভাবে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন ফ্যাশন ডিজাইনার। মাসাবার শেয়ার করা ছবিতে দেখা গেল, তিন মাস বয়সি মেয়ের হাতের পাশে তাঁর হাত রাখা। পরা চুড়িতে লেখা মেয়ের নাম 'মাতারা'। হিন্দুশাস্ত্রে যা ৯ দেবীর ঐশ্বরিক শক্তির মূর্ত এবং তাদের শক্তি, জ্ঞানকে উদযাপন করে। মাসাবা নিজেই 'মাতারা' নামের অর্থ জানালেন।

২০২৩ সালের জানুয়ারি মাসে অভিনেতা সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেন মাসাবা। সেই বিয়েতে হাজির হয়েছিলেন ভিভ রিচার্ডসও। বিয়ের ছবি পোস্ট করে মাসাবা লিখেছিলেন, "এই প্রথম আমার পুরো পরিবারকে সঙ্গে পেয়েছি। জীবনে সবটাই এখন বোনাস।"


অভিনেতা সত্যদীপ মিশ্রা এদিকে আবার অভিনেত্রী অদিতি রায় হায়দারির প্রাক্তন স্বামী। ২০১৩ সালেই অদিতির সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। তারপর থেকেই মাসাবার সঙ্গে বন্ধুত্ব। ২০২০ সাল থেকে পরস্পরকে ডেট করছেন সত্যদীপ-মাসাবা। প্রায়শই ইনস্টাগ্রাম পোস্টে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করতেন তাঁরা। চব্বিশের অক্টোবর মাসে তাঁদের সংসারে খুদে সদস্য আসে। নাতনিকে দেখে দারুণ খুশি নীনা গুপ্তা। দিদিমা নীনা জানিয়েছেন, এবার থেকে ছোট্ট সোনামণিকে নিয়েই তাঁর সময় কাটবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অক্টোবর মাসে পুজোর মরশুমেই মাসাবার কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে কন্যাসন্তান।
  • মেয়ের নাম সাধ করে 'মাতারা' রেখেছেন মাসাবা গুপ্তা।
  • সোমবার 'লহরী'র দিন অভিনবভাবে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন ফ্যাশন ডিজাইনার।
Advertisement