shono
Advertisement
SRK Met Gala

'বাংলার বাঘ' সব্যসাচীর পোশাকে মেট গালায় শাহরুখ, সোম রাতেই ইতিহাস গড়বেন বাদশা

শাহরুখের মেট গালা লুকের জন্য কেমন পোশাক তৈরি করলেন বাঙালি পোশাকশিল্পী?
Published By: Sandipta BhanjaPosted: 06:05 PM May 05, 2025Updated: 06:05 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ খান। যার জন্য রবিবারই পৌঁছে গিয়েছেন নিউ ইয়র্কে। একে শাহরুখ, দ্বিতীয়ত মেট গালার মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন অনুষ্ঠান, স্বাভাবিকভাবেই অনুরাগীদের কৌতূহল, কোন পোশাকশিল্পীর হাত ধরে মেট গালায় ধরা দেবেন বাদশা? গুঞ্জনে, সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। এবার সেই জল্পনাযজ্ঞে সিলমোহর। পোশাকশিল্পীর টিমের তরফে সাফ জানানো হয়, 'বেঙ্গল টাইগার' সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগাবেন শাহরুখ খান।

Advertisement

গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন 'কাপুরদের বউমা' আলিয়া ভাট। এবার কিং খানের ক্ষেত্রে নতুন কোন চমক দেবেন বাঙালি পোশাকশিল্পী? নজর থাকবে সেদিকে। সূত্রের খবর, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পশ্চিমী ছোঁয়ার মিশেলে কিং খানের জন্য 'বন্ধ গলা' পোশাক তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাতে মেট গালার অনুষ্ঠান হবে। সেখানেই অংশ নেবেন একঝাঁক ভারতীয় তারকা। সেই তালিকায় যেমন অন্তঃসত্ত্বা বলিউড নায়িকা কিয়ারা আডবানি রয়েছেন, তেমনই রয়েছেন 'পাঞ্জাব দি পুত্তর' দিলজিৎ দোসাঞ্ঝও রয়েছেন। থাকছেন প্রিয়াঙ্কা চোপড়াও। 'দেশি গার্ল' যদিও বছর কয়েক আগেই মেট গালায় পা রেখেছিলেন। এবার একই অনুষ্ঠানে যখন একছাদের তলায় শাহরুখ-প্রিয়াঙ্কা, তখন দুই তারকা কি মুখোমুখি হবেন? চোখ থাকবে সেদিকেও।

এপ্রিল মাসেই 'ডায়েট সব্য' অ্যাকাউন্টের একটি পোস্টে কিং খানের মেট গালায় যোগ দেওয়ার জল্পনার সূত্রপাত হয়েছিল। লেখানে লেখা ছিল- 'ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে। একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্য জুটি বাঁধতে চলেছেন তাঁরা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন। অতঃপর এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।' সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে পোস্টে বাদশার ম্যানেজার পূজা দাদলানির এক লাইকে।

সঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য। প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই সোমবার রাতে ভারতীয় ফ্যাশন দুনিয়ায় নতুন মাইলস্টোন গড়তে চলেছেন শাহরুখ খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেট গালায় সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে ইতিহাস তৈরির পথে কিং খান।
  • গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন 'কাপুরদের বউমা' আলিয়া ভাট।
  • ভারতীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাতে মেট গালার অনুষ্ঠান হবে।
Advertisement