shono
Advertisement
Shah Rukh Khan Met Gala

শুরুতেই সমাপ্তি! 'এটাই আমার জীবনের শেষ মেট গালা', ঘোষণা শাহরুখের

মেট গালায় ফ্যাশন সম্পর্কিত কথা নয়, বরং বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে রেখে কোন বার্তা বাদশার?
Published By: Sandipta BhanjaPosted: 07:47 PM May 06, 2025Updated: 07:47 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আমি যতটা নার্ভাস, ততটাই উচ্ছ্বসিত। জীবনে এতবার রেড কার্পেটে হেঁটেছি, কিন্তু তৎসত্ত্বেও আমি ভীষণ লাজুক", মেট গালার গালিচায় হাঁটার আগে এমনটাই বলেছিলেন কিং খান। তবে তার পরবর্তী দৃশ্য নিয়ে গোটা দুনিয়াজুড়ে এখন শোরগোল। শাহরুখ খানের 'মেট গালা' ডেবিউ বলে কথা! বিশ্বের অগণিত অনুরাগীরা কৌতূহল চেপে বসেছিলেন গত এক মাস ধরে। সোমবার গভীর রাতে নিউইয়র্কে বাকি 'খেল' দেখালেন কিং খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় যোগ দিয়ে ইতিহাস লিখলেন শাহরুখ। বলা ভালো, এলেন, দেখলেন আর ছক্কা হাঁকালেন। বাদশা ভক্তরাও ততোধিক উচ্ছ্বসিত। এখন থেকেই পরবর্তী মেট গালার রেড কার্পেটে ফের কিং ম্যাজিক দেখার ইচ্ছেপ্রকাশ করে চলেছেন তাঁরা। তবে বাদ সাধলেন বাদশা খোদ! জানিয়ে দিলেন, এটাই সম্ভবত তাঁর প্রথম এবং শেষ মেট গালায় যোগদান।

Advertisement

মেট গালায় যোগ দিয়ে ফ্যাশন সম্পর্কিত কথা নয়, বরং বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে রাখলেন বাদশা। দৃঢ় কণ্ঠে কিং খান বললেন, "আমার দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা ভীষণ জরুরী। ভারত এখন সর্বক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং আমাদের উপস্থিতির গুরুত্বটাও বিশ্বকে বুঝিয়ে দেওয়া দরকার।" এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দিলেন তারকারা। এমন উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেছেন শাহরুখ। তাঁর মন্তব্য, "অসহিষ্ণুতার পথে না হেঁটেও যে শৈল্পিক সত্ত্বায় প্রতিবাদ করা যায়, এটা তার উদাহরণ।"

মেট গালায় যোগ দেওয়া প্রসঙ্গে শাহরুখের সংযোজন, "জানি না, আমি নিজে থেকে কোনওদিন মেট গালায় আসতাম কিনা, তবে আমার সন্তানরা মেট গালা নিয়ে ভীষণই উচ্ছ্বসিত ছিল। ওরা জোর করল বলেই এলাম। আর সব্যসাচী (মুখোপাধ্যায়) যখন আমায় যোগ দেওয়ার পরামর্শ দিলেন, তখন তো ওরা একেবারে আনন্দে আত্মহারা। আমি এখনও জানি না,আমার বাচ্চাদের আনন্দের আসল কারণটা কী? ওরা আদতেই 'বাহ' বলতে চেয়েছিল, নাকি আমাকে মেট গালা লুকে ভালো লাগবে, সেটা বোঝাতে চেয়েছিল, আমি সত্যিই বুঝিনি।"

ফ্যাশন সচেতনতার দৌড় যে তাঁর খুব সীমিত, মশকরা করে সেটাও বুঝিয়ে দিয়েছেন শাহরুখ। তিনি নাকি আগেভাগেই সব্যসাচীকে বলে রেখেছিলেন, "দেখো ভাই, কাঁধে এমন কোনও প্যাডওয়ালা পোশাক দিও না, যাতে আমাকে উড়ন্ত বিমান বলে মনে হয়।" অক্ষরে অক্ষরে সেকথা মেনে চলেছেন বাঙালি পোশাকশিল্পী। আর তাতে প্রশংসাও কুড়িয়েছেন কিং খানের। বলিউড সুপারস্টার জানালেন, "আমি সব্যকে বলেছিলাম, আমি শুধু সাদা কিংবা কালো পোশাকেই স্বচ্ছন্দ্য বোধ করি। তবে দেখলাম ও আমার জন্য যে পোশাকটা বানিয়েছে, সেটাতে বেশ আরামদায়ক। কোনও অসুবিধে হচ্ছে না।" পোশাক নয়, নিজের ব্যক্তিত্বের জোরেই মেট গালার রেড কার্পেটে বাজিমাত করলেন কিং খান। শেষপাতে পশ্চিমী বিনোদুনিয়ার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রসিকতা করে এও জানিয়ে গেলেন যে,"এটা আমার জীবনের শেষ মেট গালাও হতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় যোগ দিয়ে ইতিহাস লিখলেন শাহরুখ।
  • মেট গালায় যোগ দিয়ে ফ্যাশন সম্পর্কিত কথা নয়, বরং বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে রাখলেন বাদশা।
  • জানিয়ে দিলেন, এটাই সম্ভবত তাঁর প্রথম এবং শেষ মেট গালায় যোগদান।
Advertisement