সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের বক্স অফিসে বাংলা ছবির চারমূর্তি। চতুষ্কোণের এই ভিন্নতার একটি কোণ রাজ চক্রবর্তীর সন্তান (Shontaan)। ছবি দেখার পর বাবা-মায়েদের চোখে জল। রুপোলি পর্দার এই গল্পের ভিত তো বাস্তব। সেই বাস্তবের কথাই জানালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
ছবির প্রযোজনা সংস্থা এসভিএফের পক্ষ থেকে মিঠুনের বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। 'মহাগুরু'র কথায়, "সন্তান রিলিজ হয়ে গিয়েছে আর বক্স অফিসে রীতিমতো গর্জন করছে। এটা শুধু একটা ছবি নয়, এটা বাস্তব... এটা সারা জীবনের অভিজ্ঞতা। তা সে ছেলের জন্য হোক বা বাবার জন্য। সেজন্যই এটা দেখা আপনাদের উচিত।"
সুপারস্টারের সংযোজন, "এটা অন্তরাত্মার ছবি। আপনাদের অবশ্যই এই ছবিটা দেখা উচিত। আরেকটা কথা বলে রাখি, অনেকে হয়তো জানেন না সেকশন ১২৫ (ভারতীয় ন্যায় সংহিতা) যাতে বাবা-মা এই অধিকার পাওয়ার জন্য আদালতে লড়তে পারেন যে ছেলে-মেয়েরা আমাদের দেখে না, আমাদের খুব কষ্টে রেখে দিয়েছে। তাই আপনাদের জানা উচিত, এমন আইন রয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যেন না করতে হয়। ছেলেরা যেন বাবা-মায়েদের দেখে, যতটুকু পারে ততটুকু দিয়েই পাশে থাকে।"
এই প্রথমবার ফ্যামিলি ড্রামা দর্শকদের দরবারে এনেছেন রাজ চক্রবর্তী। ছবি বিষয় যেন বর্তমান সময়ের আয়না। বাবা-মায়ের (মিঠুন-অনসূয়া) সঙ্গে ছেলের (ঋত্বিক চক্রবর্তী) বনে না। ছেলে-দায়িত্ব পালন করে ঠিকই, মসোহারাও পাঠিয়ে দেয়, কিন্তু বাড়তি কোনও কিছু দিতে সে রাজি নয়। স্ত্রী-পুত্রের সঙ্গে নিজের মতো থাকতে চায়। বাড়তি আবেগের লেনদেনে সে নারাজ। বাবা-মায়ের শত চেষ্টা সত্ত্বেও ছেলের ইমোশনাল আনঅ্যাভেবিলিটি বজায় থাকে। ঘটনা এমন মোড় নেয় যে পিতা, পুত্রের ওপর আইনি ব্যবস্থা নেয়।
ছেলের বিরুদ্ধে বাবার মামলা? জয় কার হল তা সিনেমা হলে গিয়েই দেখতে হবে। ছবিতে অনসূয়া মজুমদার এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও প্রশংসিত হয়েছে। হুইলচেয়ারে ছেলের সিনেমা দেখতে গিয়েছিলেন রাজ চক্রবর্তীর মা। ছেলের তৈরি সিনেমা দেখে তাঁর মনও ভিজেছে।